ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১২ ১৪৩২

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

বার্নাব্যুতে আর্সেনালের রূপকথা, রিয়াল মাদ্রিদের বিদায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪২ এএম, ১৭ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার

সান্তিয়াগো বার্নাব্যু, যেখানে রিয়াল মাদ্রিদের অগণিত রূপকথার জন্ম হয়েছে। যেখানে প্রতিপক্ষ দলগুলো বারবার থমকে গেছে রিয়ালের দুরন্ত প্রত্যাবর্তনের সামনে। কিন্তু এবার সেই চেনা চিত্র পাল্টে দিল ইংলিশ ক্লাব আর্সেনাল। চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে রিয়ালের দুর্গে ২–১ গোলের দাপুটে জয় তুলে নিয়ে দুই লেগ মিলিয়ে ৫–১ ব্যবধানে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে মিকেল আরতেতার আর্সেনাল। আর বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে নিতে হয়েছে হতাশাজনক বিদায়। 

বাঁচা–মরার ম্যাচের শুরুতেই ভিনির ক্রস থেকে আর্সেনালের জালে বল পাঠান কিলিয়ান এমবাপ্পে। কিন্তু অফসাইডের কারণে সেটি বাতিল হয়ে যায়। ৬ মিনিটে পাল্টা আক্রমণে আর্সেনালের বুকায়ো সাকার বিদ্যুৎ গতির শট রিয়ালের বারের খুব কাছ দিয়ে চলে যায়। কিছুক্ষণ পর রিয়ালের রাউল আসেনসিও নিজেদের বক্সে মিকেল মেরিনোকে ফেলে দিলে পেনাল্টি পায় আর্সেনাল। কিন্তু স্পট কিক থেকে সুযোগটা কাজে লাগাতে পারেননি সাকা। তাঁর নেওয়া শট ঠেকিয়ে রিয়ালকে যেন জাগিয়ে তোলেন গোলকিপার থিবো কোর্তোয়া। ম্যাচের ২৩তম মিনিটে আবার পেনাল্টির বাঁশি বেজে ওঠে। এবার রিয়ালের পক্ষে। কিন্তু তা পরে বাতিল করে দেন রেফারি। 

সময় গড়ানোর সঙ্গে রেয়ালের আক্রমণভাগে বোঝাপড়ায় ঘাটতি যেন আরও স্পষ্ট হতে থাকল। সব মিলিয়ে পুরো প্রথমার্ধে গোলের জন্য ছয় শট নিলেও একটিও লক্ষ্যে রাখতে পারল না শিরোপাধারীরা। ফলে গোল শূণ্য থেকেই প্রথমবার্ধ শেষ।

ম্যাচের ৬৫তম মিনিটে প্রথম স্কোরবোর্ডে পরিবর্তন আনেন আর্সেনাল উইঙ্গার বুকায়ো সাকা। এর দুই মিনিট পর নিজেদের ভুলে ভিনিসিয়ুসের কাছে গোল খায় লন্ডনের দলটি। গোলটি করে সতীর্থদের জাগিয়ে তোলার চেষ্টা করেন ভিনিসিউস, গ্যালারির গর্জনও ফিরে আসে। তবে তা ওই পর্যন্তই। ভিনিসিউস নিজেও পারেননি আর কিছু করতে, তার সতীর্থরা পারেনি ব্যর্থতা ঝেড়ে ফেলতে। বরং যোগ করা সময়ের তৃতীয় মিনিটে রিয়ালের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন গাব্রিয়েল মার্তিনেল্লি। 

ম্যাচ শেষে বার্নাব্যু যেন স্তব্ধ। রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ বিদায় নিয়েছে, আর দীর্ঘ ১৬ বছরের অপেক্ষা শেষে আর্সেনাল লিখেছে তাদের নতুন ইতিহাস। ম্যাচের নায়ক ছিলেন বুকায়ো সাকা, যিনি একদিকে পেনাল্টি মিস করলেও গোল করে ও দুর্দান্ত পারফরম্যান্সে তা পুষিয়ে দিয়েছেন। সেমিফাইনালে আর্সেনালের প্রতিপক্ষ এখন ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি। 

অন্যদিকে, চ্যাম্পিয়নস লিগের ফিরতি পর্বের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের সঙ্গে রোমাঞ্চকর ২-২ গোলে ড্র করেছে ইন্টার মিলান। তবে দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলের অগ্রগামিতায় সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে ইতালিয়ান ক্লাবটি। শেষ চারের লড়াইয়ে ইতালিয়ান ক্লাবটির প্রতিপক্ষ স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনা।
 

এমবি//