ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫,   বৈশাখ ২৬ ১৪৩২

নিজামপুর সরকারি কলেজে ‘প্রাক্তন ছাত্র পরিষদ’র কমিটি গঠন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:০৭ পিএম, ১৮ এপ্রিল ২০২৫ শুক্রবার

উত্তর চট্টগ্রামের ঐতিহবাহী নিজামপুর সরকারি কলেজে প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে ‘প্রাক্তন ছাত্র পরিষদ’ কমিটি গঠন করা হয়েছে। 

গত বুধবার (১৫ এপ্রিল) অনুষ্ঠিত এক সভায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দিনকে প্রধান উপদেষ্টা করে ৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

মো. অহিদুন্নবীকে কমিটির আহ্বায়ক এবং নাজমুল হাসান আরাফাতকে সদস্য সচিব করা হয়েছে।

এছাড়া কমিটির যুগ্মআহবায়ক করা হয়েছে মো. আব্দুল করিম, মো. নাজিম উদ্দিন সবুজ ও মো. শাহাদাত হোসেনকে। আলমগীর হোসেন খন্দকার ও মো. জিয়াউল হককে কোষাধ্যক্ষ করা হয়েছে।

পরে আহ্বায়ক অহিদুন্নবীর সভাপতিত্বে এক সভায় ২৫ সদস্যের নির্বাহী কমিটি গঠনসহ কতিপয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। 

এএইচ