ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১২ ১৪৩২

নির্বাচন প্রসঙ্গে যুগপৎ সঙ্গীদের সঙ্গে আজ বসছে বিএনপি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২০ এএম, ১৯ এপ্রিল ২০২৫ শনিবার

চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের দাবি জোরদার করতে জাতীয় ঐকমত্য গঠনের উদ্যোগ নিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি। এর ধারাবাহিকতায় যুগপৎ আন্দোলনের সঙ্গী রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকে বসছে বিএনপি। 

আজ শনিবার (১৯ এপ্রিল) বিকাল তিনটায় গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক করবেন বিএনপির লিয়াঁজো কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় জানান, লিয়াঁজো কমিটির প্রধান নজরুল ইসলাম খান বৈঠক করবেন ১২ দলীয় জোট ও এলডিপির সঙ্গে। বিকেল ৩টায় ১২ দলীয় জোট ও সন্ধ্যা ৭টায় এলডিপির সঙ্গে আলোচনা করবেন তিনি।

গত বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে দলীয় সূত্রে জানা গেছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন।

গত ১৬ এপ্রিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে বিএনপি। সেখানে তারা আগামী ডিসেম্বরের মধ্যে এয়োদশ সংসদ নির্বাচন আয়োজন করতে দাবি জানান। কিন্তু সরকার নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ না জানিয়ে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে বলে বিএনপিকে জানায়। 

সরকারের এই অবস্থান নিয়ে পাল্টা নিজেদের অসন্তুষ্টির কথা জানায় বিএনপি।

সূত্র জানায়, ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের মিত্র এবং ২০২৪ সালের নির্বাচন বর্জনকারী দলগুলোর সঙ্গে বৈঠক করবে বিএনপি। মূলত সব রাজনৈতিক দলের মতামত নিয়ে পরবর্তী ‘কর্মকৌশল’ নির্ধারণ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠকের বিষয়ে বিএনপির আগ্রহ নেই।

তবে জামায়াতের সঙ্গে প্রাথমিকভাবে অনানুষ্ঠানিক বৈঠক করতে চায় দলটি।

দুই সপ্তাহব্যাপী এসব বৈঠক শেষে দলগুলোর শীর্ষ নেতাদের নিয়ে চলতি মাসের শেষদিকে কিংবা আগামী মাসের শুরুতে সব দলের অংশগ্রহণে ঢাকায় সংবাদ সম্মেলন করার পরিকল্পনা রয়েছে বিএনপির।

ঐকমত্য গঠন করে বিএনপি সরকারকে বার্তা দিতে চায় যে বাংলাদেশের বেশির ভাগ রাজনৈতিক দল নির্বাচনের জন্য প্রস্তুত এবং তারা আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়।

এএইচ