ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১২ ১৪৩২

স্বাস্থ্যখাত উন্নয়নে চীন থেকে আসছে ১৩৮ মিলিয়ন ডলারের সহায়তা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:২৪ পিএম, ২০ এপ্রিল ২০২৫ রবিবার

বাংলাদেশের স্বাস্থ্য খাত চীনের জন্য একটি সম্ভাবনাময় বাজার হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডা. নূরজাহান বেগম। 

তিনি জানান, এই খাতের উন্নয়নে চীন ১৩৮ দশমিক ২০ মিলিয়ন মার্কিন ডলার আর্থিক সহায়তা প্রদান করবে।

রোববার (২০ এপ্রিল) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত ‘ইউনান শিক্ষা ও স্বাস্থ্য প্রদর্শনী’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে চীন ও বাংলাদেশের মধ্যে শিক্ষা ও চিকিৎসা খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

অধ্যাপক নূরজাহান বেগম বলেন, “কোভিড-১৯ মহামারির সময় বাংলাদেশ সবচেয়ে বেশি টিকা চীন থেকেই আমদানি করেছে। শুধু তাই নয়, ঢাকার ধামরাইয়ে পক্ষাঘাতগ্রস্তদের জন্য একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণে চীন সম্মতি দিয়েছে। পাশাপাশি ১ হাজার শয্যাবিশিষ্ট একটি আধুনিক হাসপাতাল নির্মাণ নিয়েও চীনের সঙ্গে আলোচনা চলছে।”

স্বাস্থ্য উপদেষ্টা আরও জানান, চিকিৎসাসেবায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির অংশ হিসেবে বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাস্থ্য পর্যটন (medical tourism) চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এতে অদূর ভবিষ্যতে বাংলাদেশের নাগরিকরা সহজেই উন্নত চিকিৎসাসেবার জন্য চীন ভ্রমণ করতে পারবেন। চীনা রাষ্ট্রদূতের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক চীন সফর এ দিক থেকে অত্যন্ত ইতিবাচক বার্তা দিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, চীনের আধুনিক চিকিৎসা প্রযুক্তি, প্রশিক্ষণ ব্যবস্থা এবং হাসপাতাল ব্যবস্থাপনার অভিজ্ঞতা বাংলাদেশের মতো মধ্যম আয়ের উন্নয়নশীল দেশের জন্য বড় সুযোগ হয়ে উঠতে পারে। অন্যদিকে, বাংলাদেশও বিশাল জনসংখ্যার কারণে বিদেশি চিকিৎসা সরঞ্জাম, ওষুধ ও প্রযুক্তির জন্য একটি লাভজনক বাজার হিসেবে বিবেচিত হচ্ছে।

চীন ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্ণ হতে চলেছে। এ উপলক্ষে শিক্ষা, চিকিৎসা ও অবকাঠামোসহ নানা খাতে যৌথ সহযোগিতার নতুন অধ্যায় শুরু হচ্ছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

এসএস//