লাইফ সাপোর্টে ব্যারিস্টার রাজ্জাক, দোয়া চাইলেন জামায়াত আমির
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:১৩ এএম, ২১ এপ্রিল ২০২৫ সোমবার

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক গুরুতর অসুস্থ অবস্থায় লাইফ সাপোর্টে চিকিৎসাধীন। তার জন্য দোয়া চেয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
আজ সোমবার (২১ এপ্রিল) নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট করে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের সুস্থতা কামনা করেন তিনি।
পোস্টে ডা. শফিকুর রহমান লিখেন, “বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জনাব ব্যারিস্টার আব্দুর রাজ্জাক গুরুতর অসুস্থ অবস্থায় লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন। মহান রাব্বুল আলামীনের দরবারে একান্ত আরজ, তিনি যেন তাঁর বান্দার ওপর রহম করেন, ক্ষমা করেন এবং সুস্থতার নিয়ামত এনায়েত করেন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁর চিকিৎসা কাজে নিয়োজিতদের চিকিৎসা সেবা সম্পন্ন করার তাওফিক দান করুন। আমীন।।”
প্রসঙ্গত, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরেই জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃত্বে ছিলেন। একসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও পরে কেন্দ্রীয় নেতৃবৃন্দের অন্যতম হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। আইনজীবী হিসেবে তাঁর অবস্থানও সুপ্রিম কোর্টে ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বর্তমানে তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানা গেছে। দল ও আইন অঙ্গনে তাঁর সুস্থতার জন্য প্রার্থনা অব্যাহত রয়েছে।
এএইচ