ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১২ ১৪৩২

সিকিউরিটি না আমাকে মার খেতে হবে : শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৩৮ পিএম, ২৩ এপ্রিল ২০২৫ বুধবার

আমি মালিকদের বিপক্ষে দাঁড়িয়েছি, সিকিউরিটি যখন থাকবে না তখন তাদের মাইর খেতে হবে আমাকে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন।

বুধবার (২৩ এপ্রিল) বিকেলে সচিবালয়ে শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন শ্রম উপদেষ্টার কাছে হস্তান্তর করার এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

শ্রম কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদের কাছ থেকে প্রতিবেদন নেয়ার সময় তিনি আরও জানান, শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করতে অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হবে। 

এসময় শ্রম উপদেষ্টা বলেন, কমিটির সুপারিশের ভিত্তিতে কমিশনের সুপারিশ বাস্তবায়নে আশাবাদি তিনি। তবে কোনো সময় বেধে দিতে চান না বলেও জানান উপদেষ্টা।

এদিকে কমিশন প্রধান সৈয়দ সুলতার উদ্দিন আহমেদ বলেন, দেশের ৮৫ ভাগ শ্রমিক আইনী সুরক্ষার বাইরে। তাদের সামাজিক নিরাপত্তা নেই। সকল শ্রমিককে ন্যূনতম আইনের সুরক্ষার মধ্যে আনতে হবে বলেও জানান তিনি।

এছাড়া আগামীকাল কক্সবাজার থেকে মহেশখালি সি-ট্রাক সার্ভিস চলাচলের উদ্বোধন হবে বলেও জানিয়েছেন শ্রম উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন।

এসএস//