ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১২ ১৪৩২

‘জঙ্গি’ শব্দে অসন্তুষ্ট ওয়াশিংটন, নিউইয়র্ক টাইমসকে প্রকাশ্য ধমক যুক্তরাষ্ট্রের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১১ এএম, ২৫ এপ্রিল ২০২৫ শুক্রবার | আপডেট: ১১:১৬ এএম, ২৫ এপ্রিল ২০২৫ শুক্রবার

কাশ্মীরের পহেলগামে সাম্প্রতিক প্রাণঘাতী গুলির ঘটনায় 'জঙ্গি আক্রমণ' শব্দবন্ধ ব্যবহারের দায়ে দ্য নিউইয়র্ক টাইমসকে তীব্র সমালোচনার মুখে ফেলেছে যুক্তরাষ্ট্র সরকার। তাদের মতে, বিশ্বের অন্যতম প্রভাবশালী এই সংবাদমাধ্যম ‘সন্ত্রাসবাদ’কে ‘জঙ্গিবাদ’ বলে উল্লেখ করে ঘটনাটির প্রকৃতিকে আড়াল করা হয়েছে।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির খবরে জানা যায়, নিউইয়র্ক টাইমসের শিরোনাম ছিল—‘কাশ্মীরে জঙ্গিদের গুলিতে কমপক্ষে ২৪ জন পর্যটক নিহত’। যদিও প্রতিবেদনের ভূমিকায় উল্লেখ করা হয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘটনাটিকে ‘সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করেছেন।

কিন্তু এতেও যেন তুষ্ট নয় ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র কংগ্রেসের পররাষ্ট্র বিষয়ক কমিটি সরাসরি নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানিয়েছে। এক্সে (পূর্বতন টুইটার) দেওয়া এক পোস্টে তারা লিখেছে, “এটি ছিল একটি সন্ত্রাসী হামলা। ভারত হোক বা ইসরায়েল—সন্ত্রাসবাদের প্রশ্নে নিউইয়র্ক টাইমস প্রায়ই বাস্তবতা থেকে দূরে সরে যায়।” পোস্টটির সঙ্গে তারা NYT-এর শিরোনামের একটি ‘সংশোধিত সংস্করণ’ও প্রকাশ করেছে, যাতে স্পষ্টভাবে লেখা—“Hey NYT, we fixed this for you.”

এই বিতর্ক ঘিরে নতুন করে আলোচনায় এসেছে সাংবাদিকতা ও ভাষার দায়িত্ববোধ বিষয়টি।

বিশ্লেষকরা বলছেন, ‘জঙ্গি’ শব্দটি অনেক সময় রাজনৈতিক উদ্দেশ্যে সশস্ত্র বিদ্রোহের ক্ষেত্রেও ব্যবহৃত হয়, যেখানে বিরোধীরা রাষ্ট্রের কাঠামোর ভেতর থেকেই সংঘর্ষে জড়ায়। অন্যদিকে ‘সন্ত্রাসী’ বলতে বোঝায় একপ্রকার আন্তর্জাতিক মাত্রার হুমকি, যার মাধ্যমে পরিকল্পিত সহিংসতা ছড়িয়ে অঞ্চল বা জাতিকে অস্থিতিশীল করা হয়।

যদিও নিউইয়র্ক টাইমস পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আসেনি, তবে বিশেষজ্ঞদের মতে, এমন জনসম্মুখে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে সংবাদমাধ্যমের ‘ভাষার স্বাধীনতা’কে লক্ষ্যবস্তু বানানো নজিরবিহীন।

এদিকে ভারতীয় নীতিনির্ধারক ও মিডিয়ায় উচ্ছ্বাস—যুক্তরাষ্ট্র অবশেষে ‘সঠিক শব্দচয়ন’ নিয়ে তাদের উদ্বেগকে গুরুত্ব দিচ্ছে। আবার অন্যদিকে সাংবাদিকতা পেশার কিছু অংশ মনে করছে, এতে মতপ্রকাশের স্বাধীনতার জায়গা আরও সংকুচিত হচ্ছে।