ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১২ ১৪৩২

ভারত-পাকিস্তান উত্তেজনা: যে বার্তা দিলো জাতিসংঘ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:০৬ পিএম, ২৫ এপ্রিল ২০২৫ শুক্রবার

কাশ্মীরের পহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যকার কূটনৈতিক টানাপোড়েন নতুন মাত্রা পেয়েছে। দুই দেশের মধ্যে সম্পর্ক চরম অবনতির দিকে যাচ্ছে। এমন প্রেক্ষাপটে, জাতিসংঘ দুই প্রতিবেশী দেশকে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে। সংস্থাটি বলেছে, যেকোনো বিরোধ শান্তিপূর্ণ উপায়ে ও আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত।

শুক্রবার (২৫ এপ্রিল) পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, উত্তেজনাকর পরিস্থিতিতে জাতিসংঘ দুই পারমাণবিক শক্তিধর দেশকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক নিউইয়র্কে সাংবাদিকদের বলেন, আমরা উভয় সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যেন তারা সর্বোচ্চ সংযম প্রদর্শন করে এবং পরিস্থিতির অবনতি যেন আর না ঘটে তা নিশ্চিত করে।

তিনি বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যকার যে কোনো বিষয় শান্তিপূর্ণ এবং পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিত।

পানির জন্য পাকিস্তান পারমাণবিক বোমা ব্যবহার করবে?
এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার তার প্রথম বক্তব্যে বলেন, আমরা সন্ত্রাসীদের এবং তাদের মদদদাতাদের খুঁজে বের করব এবং কঠোর শাস্তি দেব।

কাশ্মীরের পহেলগামে গত মঙ্গলবারের হামলায় ২৬ জন বেসামরিক লোক নিহত হন। এই হামলাকে গত ২৫ বছরে সবচেয়ে ভয়াবহ হামলা হিসেবে উল্লেখ করা হয়েছে।

পাকিস্তান এই হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করে একে ‘ভিত্তিহীন’ বলে আখ্যা দিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে জানানো হয়, পাকিস্তানের সার্বভৌমত্ব বা জনগণের নিরাপত্তার বিরুদ্ধে যে কোনো হুমকির জবাব কঠোরভাবে দেওয়া হবে।

এই ঘটনার জেরে ভারত সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করেছে, সীমান্ত বন্ধ করে দিয়েছে এবং পাকিস্তানের নাগরিকদের ভিসা বাতিল করেছে। জবাবে পাকিস্তান ভারতীয় কূটনীতিক ও সামরিক উপদেষ্টাদের বহিষ্কার করেছে এবং ভারতের নাগরিকদের ভিসা বাতিল করেছে, শুধু শিখ তীর্থযাত্রীদের ছাড় দেওয়া হয়েছে।

পাকিস্তান সতর্ক করে দিয়ে বলেছে, ভারতের পক্ষ থেকে সিন্ধু নদীর পানি বন্ধের যেকোনো পদক্ষেপকে তারা ‘যুদ্ধের উসকানি’ হিসেবে বিবেচনা করবে।

এমবি//