একুশের রজতজয়ন্তীতে মৌলভীবাজারে মনিপুরি নৃত্যানুষ্ঠান
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত : ০১:৩৭ পিএম, ২৬ এপ্রিল ২০২৫ শনিবার | আপডেট: ০৪:৩০ পিএম, ২৬ এপ্রিল ২০২৫ শনিবার

মৌলভীবাজারে ১৫ দিনব্যাপী একুশে টেলিভিশনের রজতজয়ন্তী উৎসবের ১২তম দিনে অনুষ্ঠিত হয়েছে মনিপুরি নৃত্যানুষ্ঠান।
একুশে মৌলভীবাজার পরিবারের উদ্যোগে আয়োজিত এ নৃত্যানুষ্ঠানে মনিপুরি বিভিন্ন কলা-কৌশলের উপর নৃত্যানুষ্ঠানে অংশ নেন মনিপুরি মৈতৈ সম্প্রদায়ের শিল্পীরা।
একুশের মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর সভাপতিত্বে এই প্রতিযোগীতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিল্পকলা একাডেমীর নৃত্য বিভাগের চেয়ারম্যান তামান্না রহমান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি গবেষক ও লেখক আহমদ সিরাজ, সাংবাদিক দেবদুলাল চক্রবর্তী, বর্ন চক্রবর্তী ও চিত্র শিল্পী বিপ্লব দেব।
এছাড়া উৎসবের ১১তম দিনে অনুষ্ঠিত হয়েছে পান গুছি করা প্রতিযোগীতা। খাসিয়া সম্প্রদায়ের প্রধান পেশা হলো পান চাষ। এই পান জুম থেকে তুলে এনে গুছি করে বাজারে বিক্রির জন্য পাঠাতে হয় বাজারে। আর এই কাজটুকু করেন খাসিয়া নারীরা। এটি গুছি করারও রয়েছে একটি আলাধা কৌশল।
আর এই পান গুছি করার উপর একুশে মৌলভীবাজার পরিবারের উদ্যোগে আয়োজন করা হয় ব্যতিক্রমী এ প্রতিযোগীতা।
একুশের মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর সভাপতিত্বে এই প্রতিযোগীতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল লাউয়াছড়া পুঞ্জির প্রধান ফিলা পতমী।
এএইচ