শুধু সন্দেহের বশে ৫ কাশ্মীরির বাড়ি গুঁড়িয়ে দিলো ভারত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:০১ পিএম, ২৬ এপ্রিল ২০২৫ শনিবার

ভারতের জম্মু ও কাশ্মীরের পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। এরইমধ্যে জম্মু ও কাশ্মীরজুড়ে আরও পাঁচ সন্দেহভাজনের বাড়িঘর গুঁড়িয়ে দিয়েছে ভারতের নিরাপত্তা বাহিনী।
শনিবার (২৬ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শোপিয়ান, কুলগাম ও পুলওয়ামা জেলায় অভিযান চালিয়েছে নিরাপত্তা বাহিনী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘দুনিয়ার শেষ প্রান্তেও হামলাকারীদের শাস্তি দেওয়া হবে’ মন্তব্যের পর থেকেই সন্দেহভাজনদের ওপর দমন অভিযান আরও জোরদার করা হয়েছে। যদিও হামলার ঘটনার পর এখনো কাউকে আটক করতে পারেনি ভারতের নিরাপত্তা বাহিনী।
কাশ্মীর মিডিয়া সার্ভিসের বরাতে জিও নিউজ জানিয়েছে, শুক্রবার রাতে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার এহসান আহমেদ শেখ, আহসান উল হক এবং হারিস আহমেদ, কুলগামের জাকির আহমেদ এবং শোপিয়ানে শহীদ আহমেদ কুত্তের বাড়ি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় বাহিনী।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শোপিয়ানের চোপোটিপোরা গ্রামে শহীদ আহমেদ কুত্তের বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে। তাকে লস্কর কমান্ডার বলে দাবি করছে ভারত।
কুলগামের মাতালম এলাকায় আরেক সন্দেহভাজন জাহিদ আহমেদের বাড়িও গুঁড়িয়ে দেয়া হয়েছে।
অন্যদিকে, পুলওয়ামার মুররান এলাকায় বিস্ফোরক পেতে আহসান উল হক নামে একজনের বাড়ি উড়িয়ে দেয়া হয়েছে। ভারতের নিরাপত্তা বাহিনীর দাবি, আহসান ২০১৮ সালে পাকিস্তানে সন্ত্রাসবাদী প্রশিক্ষণ নিয়েছিলেন এবং সম্প্রতি উপত্যকায় ফিরে আসেন।
এহসান আহমেদ শেখ নামে একজন সন্দেহভাজনের দোতলা বাড়িও ভেঙে দেয়া হয়েছে। এছাড়া আরেক সন্দেহভাজন হারিস আহমেদের বাড়িও বিস্ফোরক পেতে উড়িয়ে দেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।
এর আগে বৃহস্পতিবার রাতে পহেলগাম হত্যার মূল সন্দেভাজন আদিল হুসাইন ও আসিফ শেখের বাড়ি বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করে দেয় ভারতের নিরাপত্তা বাহিনী।
গত মঙ্গলবার পহেলগামে বন্দুকধারীর হামলায় ২৫ জন ভারতীয় এবং একজন নেপালি নাগরিক নিহত হন। নিহতদের বেশিরভাগই ছিলেন ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটক।
এ ঘটনার প্রতিক্রিয়া হিসেবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে ভারত। পাকিস্তান অভিযোগ অস্বীকার করে ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিয়েছে।
এমবি//