ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৩ ১৪৩২

পৌনে দুই ঘণ্টা পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৪৬ পিএম, ২৬ এপ্রিল ২০২৫ শনিবার

বৈদ্যুতিক ত্রুটির কারণে পৌনে দুই ঘণ্টা বন্ধ থাকার পর মেট্রোরেলের চলাচল আবারও স্বাভাবিক হয়েছে। 

শনিবার (২৬ এপ্রিল) বিকাল ৫টা ৫ মিনিটে মেট্রোরেলের চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা ৪৫ মিনিট বন্ধ থাকার পর সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র জানিয়েছে, মেট্রোরেলের ওভারহেড ক্যাটেনারি লাইনে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় ত্রুটি দেখা দিয়েছিল। এর ফলে বিভিন্ন স্টেশনে ট্রেন আটকে যায় এবং যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

এসএস//