ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৪ ১৪৩২

হঠাৎ পানি ছেড়ে দিয়েছে ভারত, পাকিস্তানের কাশ্মীরে বন্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩২ এএম, ২৭ এপ্রিল ২০২৫ রবিবার

হঠাৎ ঝিলাম নদীর পানি ছেড়ে দিয়েছে ভারত। যার ফলে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের মাঝারি মাত্রার বন্যার সৃষ্টি হয়েছে। সেখানকার বাসিন্দাদের সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) এক সংক্ষিপ্ত বিবৃতিতে পাকিস্তান কাশ্মিরের রাজধানী মুজাফ্ফরাবাদের বিভাগীয় প্রশাসন জানিয়েছেন, ভারত ঝিলাম নদীর পানি স্বাভাবিকের চেয়ে বেশি ছাড়ছে। এতে করে সেখানে হঠাৎ বন্যার সৃষ্টি হয়েছে।

পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম দুনিয়া নিউজ জানিয়েছে, পাকিস্তানকে না জানিয়েই নদীর পানি বেশি পরিমাণে ছাড়ছে ভারত। এরপর হু হু করে ঝিলাম নদীর পানি বেড়ে যায়। বন্যার বিষয়ে সতর্ক করতে মসজিদ থেকে স্থানীয়দের মাইকিং করতে শোনা গেছে। 

এতে করে নদী পাড়ের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই পানি ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের অনন্তনাগ থেকে পাকিস্তানের চাকোঠি দিয়ে ঢুকে পড়ছে।

গত মঙ্গলবার কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর ভয়াবহ হামলায় ২৬ জন নিহতের ঘটনায় প্রতিবেশী দেশ পাকিস্তানের প্রত্যক্ষ ইন্ধন রয়েছে বলে দাবি করে আসছে ভারত। ইতোমধ্যে পাল্টাপাল্টি পদক্ষেপে পরমাণু শক্তিধর দুই দেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। 

এর আগে, পাকিস্তানের সঙ্গে থাকা সিন্ধু নদের পানি চুক্ত স্থগিত করেছে ভারত। দেশটি হুমকি দিয়েছে পাকিস্তানকে সিন্ধু নদের এক ফোঁটা পানিও দেয়া হবে না। সিন্ধু নদের একটি উপনদী হলো ঝিলাম। 

অপরদিকে পাকিস্তান বলেছে, সিন্ধুর প্রবাহ আটকানোর চেষ্টা করা হলে এটিকে তারা যুদ্ধের কর্মকান্ড হিসেবে বিবেচনা করবে। আর সেই অনুযায়ী (সামরিক) ব্যবস্থা নেয়া হবে।

এমন উত্তেজনার মধ্যে সিন্ধু নদের পানি নিয়ে ভারতকে হুমকি দিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা বিলাওয়াল ভুট্টো। তিনি বলেছেন, ‘সিন্ধু দিয়ে হয় পানি বইবে, না হয় ভারতীয়দের রক্ত।’

এএইচ