কবি দাউদ হায়দার আর নেই
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:০৮ এএম, ২৭ এপ্রিল ২০২৫ রবিবার

জার্মানিতে বসবাসরত বাংলাদেশি কবি দাউদ হায়দার মারা গেছেন। বার্লিনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বাংলাদেশ সময় আজ রোববার ভোররাত পৌনে ২টার দিকে তিনি মারা যান। এসময় তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।
কবির ছোট ভাই জাহিদ হায়দার জানান, ১২ ডিসেম্বর বার্লিন শহরের বাসার সিঁড়িতে পড়ে যান দাউদ হায়দার। আহত হওয়ায় তাকে হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে ছিলেন অনেক দিন।
তিনি বলেন, তারপর ধরা পড়ে কোলন ক্যানসার। কিন্তু তার শারীরিক অবস্থা কেমো দেওয়ার মতো ছিল না বলে অন্য চিকিৎসা চলমান ছিল। সেই সঙ্গে বয়সজনিত নানা জটিলতা তো ছিলই। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
১৯৭৪ সালে দেশ ছাড়ার পর কয়েকবছর কলকাতায় কাটিয়ে ১৯৮৭ সালে সেখান থেকে জার্মানিতে চলে যান দাউদ হায়দার। এরপর থেকে সেখানেই ছিলেন চিরকুমার এই কবি।
কবি ও সাংবাদিক দাউদ হায়দার ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি পাবনা সদর উপজেলার দোহারপাড়ায় জন্মগ্রহণ করেন। সত্তর দশকের 'আধুনিক কবি' খ্যাত দাউদ হায়দারের অন্যতম বিখ্যাত কাব্য 'জন্মই আমার আজন্ম পাপ'।
কবিতার জন্যই ১৯৭৪ সালে তাকে দেশ ছাড়তে হয়। সেসময় তাকে জার্মানির নোবেলজয়ী লেখক, কবি ও সাহিত্যিক প্রয়াত গুইন্টার গ্রাস, দেশটির তৎকালীন ভাইস চ্যান্সেলর ও পররাষ্ট্রমন্ত্রী হান্স ডিটরিখশ গেনশের জার্মানিতে নিয়ে যান। তারপর থেকেই এই কবি জার্মানির বার্লিনেই ছিলেন।
এএইচ