ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৪ ১৪৩২

নরসিংদী বিএনপির সভাপতি খায়রুল কবির, সা.সম্পাদক মঞ্জুর এলাহী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২২ পিএম, ২৭ এপ্রিল ২০২৫ রবিবার

নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন এবং মঞ্জুর এলাহী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বিএনপির মিডিয়া সেলে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ রোববার এ কথা বলা হয়েছে।

এর আগে শনিবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে নরসিংদী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, উপজেলা ও পৌরসভা সুপার ফাইভ, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকগণের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সকলের গোপন মতামতের মাধ্যমে খায়রুল কবির খোকনকে সভাপতি এবং মঞ্জুর এলাহী-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফলাফল ঘোষণা করেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছায়েদুল আলম বাবুল। বিশেষ এ সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সভা সঞ্চালনা করেন ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু। এ সময় আরও উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ এবং বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও দপ্তরে সংযুক্ত সাত্তার পাটোয়ারী।

এএইচ