ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৫ ১৪৩২

মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে ২৯টি হিন্দু পরিবারের মানববন্ধন

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৩১ পিএম, ২৮ এপ্রিল ২০২৫ সোমবার | আপডেট: ০৩:৪৯ পিএম, ২৮ এপ্রিল ২০২৫ সোমবার

ফরিদপুরে চাঁদার দাবিতে ২৯টি হিন্দু পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলোর সদস্যরা মানববন্ধন করে প্রশাসনের কাছে ন্যায়বিচার ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

সোমবার (২৮ এপ্রিল) দুপুরে শহরের শোভারামপুর মহল্লায় আয়োজিত মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় এলাকাবাসীও অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা জানান, প্রায় দুই দশক আগে বৈধ প্রক্রিয়ায় জমি কিনে তারা বসবাস শুরু করেন। তবে জমির পূর্বতন মালিকের ভাই সন্তোষ সাহা ও তার ছেলে সম্প্রতি চাঁদার দাবি করে আসছিলেন। দাবি মেনে না নেওয়ায় পরিকল্পিতভাবে মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

ভুক্তভোগীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এসব হয়রানি বন্ধ করে তাদের নিরাপদে বসবাসের অধিকার নিশ্চিত করতে হবে। পাশাপাশি মিথ্যা মামলার যথাযথ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি জানান তারা।

এমবি//