ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৫ ১৪৩২

বাকচান্দা এএস একাডেমির প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনীর নিবন্ধন চলছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:২৫ পিএম, ২৮ এপ্রিল ২০২৫ সোমবার | আপডেট: ০৪:২৮ পিএম, ২৮ এপ্রিল ২০২৫ সোমবার

ময়মনসিংহের ঐতিহ্যবাহী বাকচান্দা আব্দুস সামাদ (এএস) একাডেমির প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে পবিত্র ঈদুল আজহার (কোরবানির ঈদ) পরদিন তা অনুষ্ঠিত হবে। দিনব্যাপী আয়োজনে অংশ নিতে আগ্রহী প্রত্যেক শিক্ষার্থীদের নিবন্ধন করতে আহ্বান জানিয়েছে আহ্বায়ক কমিটি।

আয়োজকরা জানিয়েছেন, প্রতিষ্ঠার পর থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রতিটি ব্যাচের প্রতিনিধি নির্বাচন করা হয়েছে। তাদের মাধ্যমে নিবন্ধন কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে, যা চলবে আগামী ১৫ মে পর্যন্ত। নিবন্ধন ফি জনপ্রতি ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে; একই ফি প্রযোজ্য হবে অংশগ্রহণকারী পরিবারের সদস্যদের ক্ষেত্রেও। নিবন্ধনকৃত প্রত্যেককে খাবার ও একটি বিশেষ টি-শার্ট প্রদান করা হবে।

আহ্বায়ক কমিটি জানিয়েছে, পুনর্মিলনী নিয়ে সবার সঙ্গে আলোচনা করে প্রথমে একটি আহ্বায়ক কমিটি ও প্রতি ব্যাচ থেকে ২ জন করে প্রতিনিধি নির্ধারণ করা হয়েছে। এরপর অর্থ, প্রচারসহ বেশ কয়েকটি কমিটি গঠন করা হয়েছে। অনুষ্ঠান সম্পন্ন করার আগে আরও কয়েকটি উপকমিটি গঠন করা হবে। যেসব কমিটি গঠন করা হয়েছে, সেগুলোর সদস্যরা ইতিমধ্যে তাদের কার্যক্রম শুরু করেছেন।

আয়োজকরা জানিয়েছেন, দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীদের জন্য নানা ধরনের ইভেন্টের ব্যবস্থা থাকবে। পুনর্মিলনীতে কেবল প্রাক্তন শিক্ষার্থী এবং তাদের স্বামী/স্ত্রী ও সন্তানরা অংশগ্রহণ করতে পারবেন।

আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস সাত্তার, নাজিরুল ইসলাম নাদিম ও নূর মামুন জানান, “১৯৬৯ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত এ বিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বসহ বিভিন্ন পেশায় সাফল্যের সঙ্গে কাজ করছেন। এ ছাড়াও অনেকেই বিদেশেও প্রতিষ্ঠিত হয়েছেন। এত বড় পরিসরে এটাই আমাদের প্রথম পুনর্মিলনী আয়োজন। আশা করছি এক থেকে দেড় হাজারেরও বেশি শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা এই মিলনমেলায় অংশ নেবেন।”

তারা আরও জানান, “আগে ছোট আকারে কিছু অনুষ্ঠান হলেও, এবারের আয়োজন সম্পূর্ণ ভিন্ন। প্রত্যেক প্রাক্তন শিক্ষার্থীকে নিজেদের ব্যাচ-প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করে দ্রুত নিবন্ধন সম্পন্ন করতে অনুরোধ জানানো হচ্ছে, যেন সবাই মিলে এই পুনর্মিলনীকে স্মরণীয় করে তোলা যায়।”

এমবি//