শিশু বলাৎকার অভিযোগে আটক মসজিদের ইমামের মৃত্যু
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত : ০৪:৩৩ পিএম, ২৮ এপ্রিল ২০২৫ সোমবার

গাজীপুরের হায়দরাবাদে শিশু বলাৎকার অভিযোগে গণধোলাইয়ের পর গ্রেফতার হওয়া মসজিদের ইমাম রইজ উদ্দিন অসুস্থ অবস্থায় কারাগারে মারা গেছেন।
একাধিক ছেলে শিশু কিশোরকে বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার মসজিদের ইমাম রইস উদ্দিন জেলখানায় অসুস্থ্য হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পর রোববার রাত তিনটায় তার মৃত্যু হয়।
একাধিক ছেলে শিশুদের বলাৎকারের অভিযোগে গতকাল রোববার গাজীপুরের হায়দরাবাদ এলাকার মসজিদের এই ইমামকে আটকিয়ে গণপিটুনি দেয় এলাকাবাসী। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে ওইদিনই আদালতের মাধ্যমে গাজীপুর জেলা কারাগারে পাঠায়।
এই ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেছেন নিহত পরিবার ও স্বজনেরা।
পূবাইল থানার অফিসার ইনচার্জ এসএম আমিরুল ইসলাম জানান, ছেলে শিশু ও কিশোরদের বলাৎকারের অভিযোগে গতকাল রোববার এলাকাবাসী মসজিদের ইমাম রহিজ উদ্দিনকে আটক করে। পরে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়। পরে তাকে উদ্ধার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এএইচ