ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৫ ১৪৩২

ফ্রান্সের রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত, চাপ বাড়ল কি পাকিস্তানের ওপর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:২৪ পিএম, ২৮ এপ্রিল ২০২৫ সোমবার | আপডেট: ০৫:২৫ পিএম, ২৮ এপ্রিল ২০২৫ সোমবার

ভারত ফ্রান্সের সঙ্গে নতুন করে ২৬টি রাফাল যুদ্ধবিমান কেনার চূড়ান্ত চুক্তি স্বাক্ষর করেছে। সোমবার (২৮ এপ্রিল) এই চুক্তি স্বাক্ষরিত হয়, যা ভারতের প্রতিরক্ষা খাতে বড় ধরনের অগ্রগতির ইঙ্গিত বলে মনে করছেন বিশ্লেষকরা। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এই যুদ্ধবিমানগুলো কিনতে ভারতের ব্যয় হবে প্রায় ৬৩ হাজার কোটি রুপি।

নতুন রাফাল বিমানগুলো বিশেষভাবে ভারতীয় নৌবাহিনীর জন্য সংগ্রহ করা হচ্ছে। এগুলো মোতায়েন করা হবে ভারতের প্রথম নিজস্ব নির্মিত বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তে। বর্তমানে বিক্রান্তে ব্যবহৃত রাশিয়ার তৈরি মিগ-২৯ বিমানগুলো ধাপে ধাপে সরিয়ে এই উন্নতমানের ফ্রেঞ্চ রাফাল যুক্ত করা হবে, যা নৌসেনার আকাশ প্রতিরক্ষা ও আক্রমণ সক্ষমতাকে আরও বহুগুণে বাড়াবে।

এর আগে, ২০১৬ সালে প্রথম দফায় ভারত ৩৬টি রাফাল যুদ্ধবিমান সংগ্রহ করেছিল, যেগুলো এখন ভারতীয় বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ অংশ। এবারের নতুন চুক্তির মাধ্যমে সরাসরি নৌবাহিনীর জন্য রাফাল সংগ্রহ প্রতিরক্ষার নতুন ধাপ হিসেবে দেখা হচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনা এবং সাম্প্রতিক সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিতের পরিপ্রেক্ষিতে ভারতের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো অত্যন্ত সময়োপযোগী সিদ্ধান্ত। আরব সাগরে ক্ষেপণাস্ত্র মহড়া এবং শক্তি প্রদর্শনের কৌশলের পাশাপাশি রাফাল সংগ্রহ ভারতের কৌশলগত প্রস্তুতিকে আরও দৃঢ় করবে।

এছাড়া, ভারতীয় বিমানবাহিনীর স্কোয়াড্রন সংখ্যা কমে বর্তমানে ৩২-এ নেমে এসেছে, যেখানে আদর্শ ছিল ৪২টি স্কোয়াড্রন। পুরনো মিগ-২১ বিমানের অবসান প্রক্রিয়ায় সৃষ্ট এই ঘাটতি পূরণে নতুন রাফাল যুদ্ধবিমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

নতুন চুক্তির মাধ্যমে ভারতীয় নৌবাহিনী তাদের ‘যেকোনো সময়, যেকোনো পরিস্থিতিতে’ প্রস্তুত থাকার প্রতিশ্রুতি আরও একবার স্পষ্ট করল। প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করছেন, এই আধুনিকীকরণ শুধু সামরিক শক্তি বাড়াবে না, বরং দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতেও ভারতের প্রভাব আরও সুদৃঢ় করবে।