টানা ৫ দিন ভারত-পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলি
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:১৫ এএম, ২৯ এপ্রিল ২০২৫ মঙ্গলবার

কাশ্মির সীমান্তের নিয়ন্ত্রণরেখায় ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ফের গোলাগুলি হয়েছে। পেহেলগাম ঘটনার পর এ নিয়ে টানা পাঁচ রাত দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটলো। তবে এতে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (২৯ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। এর আগে সোমবার রাতে কাশ্মীর উপত্যকায় নিয়ন্ত্রণরেখা বরাবর গুলিবর্ষণের ঘটনা ঘটে।
ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গত রাতে কাশ্মীরের কুপওয়ারা এবং বারামুল্লা জেলার কাছে নিয়ন্ত্রণরেখার অপর প্রান্ত থেকে বিনা প্ররোচনায় গুলিবর্ষণ শুরু করে পাকিস্তানি সেনারা। কাশ্মীরের আখনুর সেক্টরের বিপরীত প্রান্ত থেকেও গুলি চালিয়েছে তারা। তার জবাব দিয়েছে ভারতীয় সেনারাও।
কাশ্মিরের পেহেলগাম ঘটনার পর থেকে ভারত এবং পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের আরও অবনতি হয়েছে। ভারত-পাক কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে কাশ্মীর উপত্যকায় নিয়ন্ত্রণরেখা বরাবর উত্তাপও বৃদ্ধি পেয়েছে।
এই পরিস্থিতিতে গত বৃহস্পতিবার রাত থেকে নিয়ন্ত্রণরেখা বরাবর দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলি শুরু হয়। সেই থেকে সোমবার পর্যন্ত পর পর পাঁচ দিন একই ঘটনা ঘটল।
গত মঙ্গলবার কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসীদের গুলিতে ২৬ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ২৫ জনই পর্যটক। এ ঘটনার জেরে দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করেছে ভারত। জবাবে সিমলা চুক্তি স্থগিত ও ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধের ঘোষণা দেয় পাকিস্তান।
তাছাড়া, হামলার পরে দুই দেশই ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেশী দেশের নাগরিকদের ভিসা বাতিল করে ফিরে যাওয়ার নির্দেশ দেয়। এতে ভারত ও পাকিস্তানের নাগরিকেরা নিজ নিজ দেশে ফিরে যেতে শুরু করেন।
এএইচ