ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৬ ১৪৩২

এনসিপির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই: উমামা ফাতেমা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৫ এএম, ২৯ এপ্রিল ২০২৫ মঙ্গলবার

নতুন রাজনৈতিক দল এনসিপির সঙ্গে নিজের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। 

সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

উমামা লিখেছেন, ‘সবার উদ্দেশে একটি ছোট ঘোষণা—আমি এনসিপির সঙ্গে কোনোভাবে যুক্ত নই।’

তিনি আরও বলেন, ‘আমার অনেক পরিচিত মানুষ এই দলটির সঙ্গে থাকলেও, ব্যক্তিগতভাবে আমার এর সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই।’

এনসিপি সংশ্লিষ্ট পরামর্শ, আলোচনায় আমন্ত্রণ বা প্রস্তাবনা তার কাছে না দেওয়ার অনুরোধ জানিয়ে উমামা লেখেন, ‘এতে আপনার, আমার দুইজনেরই সময় বাঁচবে।’

এএইচ