ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৬ ১৪৩২

ভারতীয় গোয়েন্দা ড্রোন ভূপাতিত করল পাকিস্তান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:২৮ পিএম, ২৯ এপ্রিল ২০২৫ মঙ্গলবার

পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলের (এলওসি) কাছে একটি ভারতীয় কোয়াডকপ্টার ড্রোন গুলি করে ভূপাতিত করেছে পাকিস্তান সেনাবাহিনী। 

মঙ্গলবার (২৯ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানায় দেশটির সংবাদমাধ্যম ডন।

পহেলগামে হামলা নিয়ে উত্তেজনার মধ্যেই নিয়ন্ত্রণরেখায় (এলওসি) ভারতীয় কোয়াডকপ্টার (স্পাই ড্রোন) ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। 

নিরাপত্তা সূত্রের বরাতে ডনের প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্তের নিয়ন্ত্রণ রেখার কাছে আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা করলে ভারতীয় কোয়াডকপ্টারটি ভূপাতিত করা হয়।

নিরাপত্তা সূত্রের বরাতে প্রতিবেদনে আরও বলা হয়, ভিম্বর এলাকার মানাওয়ার সেক্টরে শত্রুপক্ষ একটি কোয়াডকপ্টার ব্যবহার করে নজরদারি চালানোর চেষ্টা করা হয়েছিল।

নিরাপত্তা সূত্র জানিয়েছে, পাকিস্তান সেনাবাহিনী সময়োপযোগী পদক্ষেপ নিয়েছে এবং শত্রুর এই বিদ্বেষপূর্ণ প্রচেষ্টা ব্যর্থ করেছে। পাকিস্তান সেনাবাহিনী যেকোনো আগ্রাসনের তাৎক্ষণিক এবং কার্যকরভাবে জবাব দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত।
 
এই ঘটনায় ভারতীয় কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এর আগে গত পাঁচদিন ধরে কাশ্মীর সীমান্তে গোলাগুলিতে জড়ায় পাকিস্তান ও ভারতের সেনারা। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, তাদের এবং পাকিস্তানি বাহিনীর মধ্যে রাতভর একে অপরের দিকে গুলির ঘটনা ঘটে। 
 
গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত পহেলগামে হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছে। দুই দেশ এরইমধ্যে পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়েছে।
 
এএইচ