ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৬ ১৪৩২

বাংলাদেশে স্পার্কি ও ই-থান্ডার মডেলের স্কুটার আনলো হুয়াইহাই গ্লোবাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:২০ পিএম, ২৯ এপ্রিল ২০২৫ মঙ্গলবার | আপডেট: ০৪:২৩ পিএম, ২৯ এপ্রিল ২০২৫ মঙ্গলবার

চীনের বিশ্বখ্যাত বৈদ্যুতিক যানবাহন প্রস্তুতকারক প্রতিষ্ঠান হুয়াইহাই গ্লোবাল হোল্ডিং গ্রুপ তাদের ইলেকট্রিক স্কুটার ন্যামস মোটরস লিমিটেডের সহযোগীতায় বাংলাদেশে যাত্রা শুরু করেছে।

এরইমধ্যে হুয়াইহাই গ্লোবাল বাংলাদেশের বাজারে তাদের সর্বাধুনিক প্রযুক্তির স্পার্কি ও ই-থান্ডার মডেলের দুইটি ইলেকট্রিক স্কুটার আনুষ্ঠানিকভাবে বাজারজাত শুরু হয়েছে। ন্যামস মোটরসের উত্তরা ফ্ল্যাগশিপ শোরুমে পাওয়া যাচ্ছে স্কুটার দুটি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই ইলেকট্রিক স্কুটারগুলো পরিবেশবান্ধব ও ব্যয়-সাশ্রয়ী। মাত্র ৪ থেকে ৫ ঘণ্টায় পূর্ণ  চার্জ সম্পন্ন হয়। এবয় একবার পূর্ণ চার্জে ১২৫ কিলোমিটার পর্যন্ত চলতে পারে।

ন্যামস মোটরস লিমিটেডের পরিচালক মেজর জেনারেল এ কে এম আবদুর রহমান বলেন, হুয়াইহাইয়ের এই উদ্যোগ পরিবেশ সুরক্ষা এবং নাগরিকদের পরিবহন ব্যয় হ্রাসে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এসময় প্রতিষ্ঠানের ব্যবসা উন্নয়ন বিভাগের প্রধান মো. মোকাম্মেল হোসেন ইভান বলেন, সারাদেশে ডিলার রিক্রুটমেন্ট এবং সার্ভিস নেটওয়ার্ক গড়ে তোলা হচ্ছে।

এমবি//