ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৬ ১৪৩২

আমদানি পণ্যে কিউআর কোড বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৪৪ পিএম, ২৯ এপ্রিল ২০২৫ মঙ্গলবার | আপডেট: ০৬:০৬ পিএম, ২৯ এপ্রিল ২০২৫ মঙ্গলবার

আমদানি পন্যে সেন্ট্রাল অনলাইন ভেরিফিকেশন সিস্টেম চালু করতে ৩ মাসের মধ্যে কমিটি গঠন করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে আমদানিকৃত পণ্যের কিউআর কোড বাধ্যতামূলক করার নির্দেশনা কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন হাইকোর্ট। 

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের দ্বৈত বেঞ্চ জনস্বার্থে এ আদেশ দেন। 

এর আগে, আমদানিকৃত পণ্যের কিউআর কোড বাধ্যতামূলক করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। 

রিটে আমদানিকৃত পণ্যে ভোক্তা অধিকার রক্ষা, রাজস্ব ক্ষতি প্রতিরোধ এবং জনস্বাস্থ্য ও জনস্বার্থ সুরক্ষার জন্য একটি কেন্দ্রীয় অনলাইন যাচাইকরণ ব্যবস্থা গড়ে তোলা এবং কিউআর কোড সংযুক্তকরণ বাধ্যতামূলক করার নির্দেশনা চাওয়া হয়েছে।

একইসঙ্গে রিটে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ও জনস্বার্থ পরিপন্থি ঘোষণা করা হবে না, এবং কেন প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হবে না তা জানিয়ে রুল জারির আবেদন জানানো হয়েছে।

রিটকারী আইনজীবী ব্যারিস্টার রাগীব কবির জানান, বিদেশ থেকে কসমেটিক, শিশু পণ্য আসে কিন্তু দেশে এসব পন্য আমদানিকৃত পণ্যের সঠিক যাচাইকরণ না থাকায় পণ্য নকল করে বিক্রয় করা হচ্ছে। একজন ভোক্তার জনস্বার্থ বিবেচনায় সেসব পণ্যের মেয়াদোত্তীর্ণ তারিখ ও পণ্যের আসল নকলের সত্যতা যাচাই করা উচিত। একটি কেন্দ্রীয় যাচাইকরণ ব্যবস্থা ও কিউআর কোড বাধ্যতামূলক ভোক্তারা প্রতারনা থেকে মুক্তি পাবেন এবং ভেজাল পন্যের উৎপাদন বন্ধ হবে। শুনানীতে সাথে এডভোকেট মনিরুল ইসলাম মিয়া সহ আরও ৫ জন আইনজীবী উপস্থিত ছিলেন।

 

 

এমবি//