গজারিয়ায় মর্টাল শেল নিষ্ক্রিয়ের সময় বিস্ফোরণ, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ১০:৪১ এএম, ৩০ এপ্রিল ২০২৫ বুধবার

মুন্সীগঞ্জের গজারিয়ায় জমিতে উদ্বার হওয়া মর্টাল শেলটি নিস্ক্রিয়ের সময় বিস্ফোরণে অন্তত ৫০টি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি হয়েছে। এসময় তীব্র শব্দে কয়েক কিলোমিটার এলাকা কেঁপে ওঠে।
মঙ্গলবার রাতে সেনাবাহিনীর একটি বোম ডিস্পোজাল ইউনিট মর্টার শেলটি নিস্ক্রিয় করতে গেলে এ ঘটনা ঘটে।
এতে বেশ কয়েকটি গবাদিপশুর মৃত্যু হয়।
পুলিশ জানায়, সোমবার উপজেলার বালুকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামের একটি জমিতে স্ক্যাভেটর দিয়ে মাটি কাটার সময় একটি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার হয়। পরে মঙ্গলবার রাতে শেলটি নিস্ক্রিয়ের সময় এ ঘটনা ঘটলে স্থানীয়রা আইনশৃঙ্খলাবাহিনী উপর চড়াও হয়।
পরে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য পরিস্থিতি স্বাভাবিক করে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানায় পুলিশ।
এএইচ