ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

সোমবারের মধ্যে দেশে ফিরছেন খালেদা জিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৫ এএম, ১ মে ২০২৫ বৃহস্পতিবার | আপডেট: ১১:৪৩ এএম, ১ মে ২০২৫ বৃহস্পতিবার

সোমবার বা তার আগেই চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। বিষয়টি একুশে টেলিভিশনকে নিশ্চিত করেছেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও সফরসঙ্গী ডা. এ জেড এম জাহিদ হোসেন। 

ইতোমধ্যেই তার দেশে ফেরার এয়ার এ্যাম্বুলেন্স চেয়ে কাতারকে চিঠি পাঠানো হয়েছে। বিকল্প হিসেবে স্বাভাবিক ফ্লাইটেও দেশে ফেরার প্রস্ততি রয়েছে বেগম জিয়ার।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনার চেষ্টা চলছে। এজন্য সহযোগিতা চেয়ে খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। সেটা সম্ভব না হলে সাবেক এই প্রধানমন্ত্রী উড়োজাহাজের বিজনেস ক্লাসে দেশে ফিরতে পারেন।  

এখনও এয়ার অ্যাম্বুলেন্স ঠিক হয়নি। আমরা অ্যাম্বুলেন্সের অপেক্ষায় আছি, জানান খালেদা জিয়ার এই ব্যক্তিগত চিকিৎসক।

গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। কাতার আমিরের বিশেষ এয়ার এম্বুলেন্সে ছোট পুত্রবধু, ব্যক্তিগত চিকিৎসক ও দলের কয়েকজন নেতাসহ দেশ ত্যাগ করেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের সদস্যরা বেগম জিয়াকে লন্ডনে স্বাগত জানান। এরপরই তিনি ভর্তি হন ক্লিনিকে। টানা ১৭ দিন চিকিৎসা পর হাসপাতাল থেকে খালেদা জিয়া বড় পুত্র তারেক রহমানের বাসায় যান। সেখানেই তার পরবর্তী চিকিৎসা চলে। এখন আরও সুস্থ্য বোধ করায় দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন বেগম জিয়া।

লিভার বিশেষজ্ঞ জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বাধীন মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসা নিয়েছেন বেগম জিয়া। দেশে ফিরলেও তাকে থাকতে হবে ডাক্তারি পরীক্ষা-নিরিক্ষার মধ্যে।

বেগম জিয়ার সাথে তার দুই পুত্রবধূরও ফেরার কথা রয়েছে।

প্রসঙ্গত, ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। তবে লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা ঝুঁকির কথা চিন্তা করে তাঁর লিভার প্রতিস্থাপন করেননি।

এএইচ