ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

পেপারলেস পদ্ধতিতে ঢাকা ইমপিরিয়াল কলেজের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নিবন্ধন শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৯ পিএম, ১ মে ২০২৫ বৃহস্পতিবার | আপডেট: ০৮:৫০ পিএম, ১ মে ২০২৫ বৃহস্পতিবার

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সম্পূর্ণ পেপারলেস পদ্ধতিতে ঢাকা ইমপিরিয়াল কলেজের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নিবন্ধন শুরু হয়েছে। এ উপলক্ষে অ্যালামনাই অ্যাসোসিয়েশন আজ বৃহস্পতিবার (১ মে) আনুষ্ঠানিকভাবে তাদের পেপারলেস রেজিস্ট্রেশন প্ল্যাটফর্মের উদ্বোধন করে।

উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক ও এলামনাই সদস্যরা। রেজিস্ট্রেশন প্রক্রিয়াকে কাগজমুক্ত করার লক্ষ্যে একটি আধুনিক ও ডাইনামিক ওয়েবসাইট (alumni-dic.com) তৈরি করা হয়েছে, যেখানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন সৈয়দ মাহাদী হাসান।

২০২৪ সালে গঠিত এই সংগঠনের আহ্বায়ক কমিটিতে নেতৃত্ব দিচ্ছেন কলেজের প্রথম ব্যাচের ছাত্র মো. মশিউর রহমান। কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন রাশিন মোহাম্মাদ যান। কলেজের শিক্ষক এবং প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত এই ১৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। 

এখন থেকে ঢাকা ইমপিরিয়াল কলেজের যেকোনো প্রাক্তন ছাত্র বা ছাত্রী একটি বৈধ কলেজ-সম্পর্কিত প্রমাণপত্র ও নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে অনলাইনের মাধ্যমেই এই এলামনাই অ্যাসোসিয়েশনের রেজিস্ট্রেশন করতে পারবে। 


এমবি//