ঢাকা, রবিবার   ০৪ মে ২০২৫,   বৈশাখ ২০ ১৪৩২

পদত্যাগ করলেন ইয়েমেনের প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৫৫ পিএম, ৩ মে ২০২৫ শনিবার

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আওয়াদ বিন মুবারক পদত্যাগ করেছেন। 

স্থানীয় সময় শনিবার (৩ মে) তিনি তার পদত্যাগপত্র জমা দিয়েছেন, খবরটি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।

এক বিবৃতিতে প্রধানমন্ত্রী মুবারক বলেছেন, তিনি ‘অনেক সমস্যার’ সম্মুখীন হয়েছেন, যার মধ্যে দেশটির সরকার পুনর্গঠন করতে না পারাও অন্যতম।

ইয়েমেনের সদ্য সাবেক এই প্রধানমন্ত্রী তার পরবর্তী উত্তরসূরীর জন্য প্রার্থনা কামনাসহ সবাইকে তাকে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছেন।

ইয়েমের রাস্তায় দুর্নীতি ও সম্পদের অপব্যবহারের অভিযোগ ক্রমশ বাড়ার সঙ্গে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি জোরালো হচ্ছিল। কারণ বেসামরিক জীবন প্রভাবিত ও অর্থনৈতিক সংকটের জন্য বিক্ষোভ শুরু করেছিল। গ্রীষ্মের দিনে প্রায় ২০ ঘণ্টার বিদ্যুৎ বিভ্রাট জনগণকে সরকারের বিরুদ্ধে ফুঁসিয়ে তুলেছিল। 

২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে ইয়েমেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন আহমেদ আওয়াদ বিন মুবারক। এর আগে তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। 


এমবি//