সপ্তাহজুড়ে সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:০১ পিএম, ৩ মে ২০২৫ শনিবার

কয়েকদিন ধরেই দেশের বিভিন্নস্থানে বৃষ্টি কোথাও আবার বজ্রসহ বৃষ্টি হচ্ছে। এই ধারা চলতি সপ্তাহেও অব্যাহত থাকার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটি বলছে, চলতি সপ্তাহে দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।সেইসঙ্গে তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে।
শনিবার (৩ মে) সন্ধ্যায় আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, আগামী বুধবার (৭ মে) সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পরদিন বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যা পর্যন্ত রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।
এদিকে সিরাজগঞ্জের বাঘাবাড়ীতে শনিবার দেশের সর্বোচ্চ ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
সংস্থাটি জানিয়েছে, সারা দেশে আজ রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এছাড়া আগামী মঙ্গলবার (৬ মে) সন্ধ্যা পর্যন্ত তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরদিন বুধবার (৭ মে) দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে এদিন রাত এবং পরদিন বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ফের বাড়তে পারে।
আর বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে।
এমবি//