ঢাকা, রবিবার   ০৪ মে ২০২৫,   বৈশাখ ২১ ১৪৩২

পাকিস্তানি রেঞ্জার আটক, সীমান্তে চরম উত্তেজনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪১ পিএম, ৪ মে ২০২৫ রবিবার | আপডেট: ১২:৪৮ পিএম, ৪ মে ২০২৫ রবিবার

রাজস্থানের আন্তর্জাতিক সীমান্ত থেকে এক পাকিস্তানি রেঞ্জারকে আটক করেছে বলে দাবি করেছে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। তবে ওই পাকিস্তানি সীমান্তরক্ষীর পরিচয় প্রকাশ করেনি তারা।

এর আগে ভারতের এক বিএসএফ জওয়ানকে আটক করেছিল পাক রেঞ্জার্স। হুগলির বাসিন্দা ওই জওয়ানকে ২৩ এপ্রিল পাঞ্জাব সীমান্তে আটক করেছিল পাক রেঞ্জার্স। তাকে মুক্তির জন্য সবরকম উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে এখনও তাকে ফেরত দেয়নি পাক রেঞ্জার্স। 

রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এ ঘটনার পর কাশ্মিরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) পাকিস্তান ও ভারতের সেনাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

সংবাদমাধ্যমটি বলছে, ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) শনিবার রাজস্থানের আন্তর্জাতিক সীমান্ত থেকে এক পাকিস্তানি রেঞ্জারকে আটক করেছে। 

এদিকে আটক হওয়া পাকিস্তানি রেঞ্জারের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। তিনি বর্তমানে বিএসএফের রাজস্থান ফ্রন্টিয়ারের হেফাজতে আছেন।

ভারত-পাকিস্তানের মধ্যে সীমান্তে ভুল করে পার হওয়া সৈন্যদের ফেরত দেওয়ার একটি প্রচলিত প্রক্রিয়া আছে। কিন্তু সম্প্রতি উত্তেজনা বেড়ে যাওয়ায় পাকিস্তান বিএসএফ জওয়ান সাহুকে ফেরত দিচ্ছে না, ফলে ভারতও পাকিস্তানি রেঞ্জারের ফেরতের বিষয়ে সিদ্ধান্ত নেয়নি।

এদিকে এনডিটিভির প্রতিবেদনে দাবি করা হয়েছে, রেঞ্জারকে আটক করার কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তানের সেনাবাহিনী নিয়ন্ত্রণরেখার (এলওসি) বিভিন্ন সেক্টরে বিনা উসকানিতে গুলি চালাতে শুরু করে। 

এ নিয়ে টানা ১০ দিন ধরে সীমান্তে দুই দেশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটলো।

ভারতীয় সেনাবাহিনীর বেশ কয়েকটি সূত্র জানিয়েছে, কাশ্মিরের কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, রাজৌরি, মেন্ধর, নৌশেরা, সুন্দরবানি এবং আখনুর সেক্টর জুড়ে এই হামলা হয়। ভারতীয় সেনাবাহিনীও উপযুক্ত জবাব দিয়েছে বলে দাবি করা হয়েছে।

প্রসঙ্গত, গত গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর কাশ্মিরে এটিই সবচেয়ে বড় হামলা।

এ ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। সেই হামলায় পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত। সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করা হয়েছে। পাকিস্তানও পাল্টা বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে ভারতের বিরুদ্ধে। 

এএইচ