ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫,   আষাঢ় ১৭ ১৪৩২

ক্লাসে ফেরেননি কুয়েট শিক্ষকরা

খুলনা প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৪৪ পিএম, ৪ মে ২০২৫ রবিবার

দীর্ঘ আড়াই মাস বন্ধ থাকার পর সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী আজ রোববার থেকে একাডেমিক কার্যক্রম শুরু হলেও ক্লাসে ফেরেনি কুয়েটের শিক্ষকরা। লাঞ্ছিতকারীদের শাস্তি না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না বলে জানিয়েছেন শিক্ষকরা।

এদিকে, দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে প্রাণচাঞ্চল ফিরে পেলেও একাডেমির কার্যক্রম চালু না হয় ক্যাম্পাসের প্রাণ চাঞ্চল্য এখনও ফেরেনি। 

বিশ্ববিদ্যালয় বিভিন্ন একাডেমিক ভবনগুলো খোলা থাকলেও শিক্ষার্থীদেরও উপস্থিতি চোখে পড়েনি। উদ্ভূত পরিস্থিতি নিরসনকল্পে সকাল সাড়ে ১০টায় নবনির্বাচিত ভারপ্রাপ্ত ভিসি অধ্যাপক ড. হযরত আলী প্রশাসনিক ভবনের সভা কক্ষে শিক্ষক সমিতির সঙ্গে বৈঠকে বসেন। 

এরপর পর্যায়ক্রমে তিনি কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীদের সঙ্গে পৃথকভাবে আলোচনায় বসবেন।

এদিকে দীর্ঘদিন পর একাডেমিক কার্যক্রম চালু হলেও ক্লাস শুরু না হওয়ায় হতাশ শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী রাহাতুল ইসলাম বলেন, শিক্ষকদের সঙ্গে আমাদেরও দাবি ছিল সকল ঘটনার সুষ্ঠু বিচার হোক। বিচারের যে প্রক্রিয়া এটা একটা লং। আমরা চাই ক্লাসও শুরু হয়ে যাক, পাশাপাশি বিচার প্রক্রিয়াও চলতে থাক। আমরা শিক্ষকদের কাছে প্রয়োজনে ক্ষমা চাইবো। আমরা স্যারদের পা ধরে ইন্ডিভিজুয়ালভাবে মাফ চাইতে রাজি আছি।

উল্লেখ্য, শিক্ষক সমিতি ১৮ ফেব্রুয়ারি থেকে বিশৃঙ্খলা সৃষ্টিকারী, ভিসিসহ শিক্ষকদের লাঞ্ছনাকারীদের সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার পূর্ব ঘোষণা অনুযায়ী তারা তাদের সিদ্ধান্তে অটল রয়েছেন।

এইচ