ঢাকা, সোমবার   ০৫ মে ২০২৫,   বৈশাখ ২১ ১৪৩২

এনআরবিসি ব্যাংকের ২০০তম পর্ষদ সভা অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:০৭ পিএম, ৪ মে ২০২৫ রবিবার

এনআরবিসি ব্যাংক পিএলসি’র পরিচালনা পর্ষদের ২০০তম সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ মে) প্রধান কার্যালয়ের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

ব্যাংকের চেয়ারম্যান মো: আলী হোসেন প্রধানিয়ার  সভাপতিত্ব সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক মো: আবুল বশর, মো: আনোয়ার হোসেন, মো: নুরুল হক, ব্যারিস্টার মো: শফিকুর রহমান এবং মুহাম্মদ এমদাদ উল্লাহ, এফসিএ।

এছাড়া, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কবীর আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) হারুনুর রশিদ এবং  কোম্পানি সচিব মোহাম্মদ আহসান হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।

ব্যাংকের চেয়ারম্যান মো: আলী হোসেন প্রধানিয়া বলেন, ২০০তম বোর্ড সভা ব্যাংকের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। সুশাসন, স্থিতিশীল প্রবৃদ্ধি এবং গ্রাহকদের মানসম্মত সেবা প্রদানের ক্ষেত্রে ব্যাংক অঙ্গীকারবদ্ধ।

উল্লেখ্য, ২০১৩  সালের ২ এপ্রিল প্রতিষ্ঠিত হয় প্রবাসী মালিকানাধীন এনআরবিসি ব্যাংক। বর্তমানে ১০৯টি শাখা ও ৩৭৭টি উপশাখার মাধ্যমে সারাদেশে সেবা দিচ্ছে ব্যাংকটি। 


এমবি//