ঢাকা, সোমবার   ০৫ মে ২০২৫,   বৈশাখ ২১ ১৪৩২

হাসনাতের গাড়িতে হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মিছিল

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৯:১২ পিএম, ৪ মে ২০২৫ রবিবার | আপডেট: ০৯:২৬ পিএম, ৪ মে ২০২৫ রবিবার

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল করেছে এনসিপির স্থানীয় নেতাকর্মীরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,  সন্ধ্যায় বাসন থানার চান্দনা চৌরাস্তায় এলাকায়  এলাকায় এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ গাড়িতে এখদল সন্ত্রাসী  হামলা চালায়। এতে হাইস গাড়ির গ্লাস ভেঙে গেছে, হাত রক্তাক্ত হয়েছে।  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে হাসনাত আব্দুল্লাহ তার গাড়ি নিয়ে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির সামনে কিছু সময় অতিবাহিত করে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

এদিকে, হাসনাত আব্দুল্লাহর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এনসিপির স্থানীয় নেতাকর্মীরা। 

বোর্ড বাজার, চান্দনা চৌরাস্তায় আয়োজিত আলাদা বিক্ষোভ মিছিল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় দলটির নেতারা হাসনাত আব্দুল্লাহর উপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে দায়ীদের বিচার দাবির পাশাপাশি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি করেন।

এ ব্যাপারে গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার রবিউল হাসান জানান, হাসনাত আব্দুল্লাহর উপর হামলার ঘটনায় সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে দেখছি। দায়ীদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।

এমবি//