ঢাকা, মঙ্গলবার   ০৬ মে ২০২৫,   বৈশাখ ২২ ১৪৩২

তিন দফা দাবিতে টানা কর্মবিরতি সহকারী শিক্ষকদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৩ এএম, ৫ মে ২০২৫ সোমবার | আপডেট: ১১:১৩ এএম, ৫ মে ২০২৫ সোমবার

গ্রেড বৃদ্ধিসহ তিন দফা দাবিতে আজ থেকে টানা কর্মবিরতিতে যাচ্ছেন দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। 

আজ সোমবার থেকে সারা দেশে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক ঘণ্টার কর্মবিরতি ঘোষণা করেছেন তারা।

সরকার দেবে ১২তম গ্রেড, তবে শিক্ষকরা চান ১১তম। এ দাবি পূরণ না হওয়ায় শিক্ষকরা কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করেন। এর আগে দাবি মানার জন্য রোববার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন তারা।

সহকারী শিক্ষকরা ১০ম গ্রেডে বেতন চেয়ে আন্দোলন করছেন। তাদের বক্তব্য, অন্তত শুরুতে ১১তম গ্রেডে বেতন দিতে হবে। এ ছাড়া চাকরিতে ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি দিতে হবে।

এ তিন দাবিতে আজ থেকে এক ঘণ্টা কর্মবিরতিতে যাচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা। এই কর্মসূচি চলবে আগামী ১৫ মে পর্যন্ত। এরপর ১৬ থেকে ২০ মে পর্যন্ত দুই ঘণ্টা করে কর্মবিরতি করবেন। ২১ থেকে ২৫ মে পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি, ২৬ মে থেকে দাবি পূরণ না হওয়া পর্যন্ত পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।

এর আগে গত ১৩ মার্চ উচ্চ আদালত এক রায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ হাজার প্রধান শিক্ষককে দ্বিতীয় শ্রেণির কর্মকর্তার মর্যাদা দেন। সেইসঙ্গে তাদের বেতন ১০ম গ্রেডে নির্ধারণের নির্দেশ দেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায়, আদালতের নির্দেশে প্রধান শিক্ষকদের বেতন গ্রেড এক ধাপ উন্নীত হয়েছে। এর সঙ্গে সামঞ্জস্য রেখে সহকারী শিক্ষকদের বেতন গ্রেড এক ধাপ উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এ ব্যাপারে সরকার গঠিত কমিটির প্রতিবেদনেও সুপারিশ রয়েছে।

এএইচ