ঢাকা, বৃহস্পতিবার   ০৮ মে ২০২৫,   বৈশাখ ২৫ ১৪৩২

পারমাণবিক যুদ্ধের সম্ভাবনার হুঁশিয়ারি পাকিস্তান প্রতিরক্ষামন্ত্রীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৬ পিএম, ৭ মে ২০২৫ বুধবার | আপডেট: ১০:৪২ পিএম, ৭ মে ২০২৫ বুধবার

ভারতের সঙ্গে পারমাণবিক যুদ্ধের সম্ভাবনার হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, ভারত যদি উত্তেজনা বাড়াতেই থাকে, তাহলে এই সংঘাত পারমাণবিক যুদ্ধে রূপ নিতে পারে।

বুধবার (৭ মে)  জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

খাজা আসিফ বলেন, যদি তারা (ভারত) এই অঞ্চলে সর্বাত্মক যুদ্ধ চাপিয়ে দেয় এবং যদি এমন বিপদ দেখা দেয় যেখানে অচলাবস্থা তৈরি হয়, তাহলে যেকোনও সময় পারমাণবিক যুদ্ধ শুরু হতে পারে।

তিনি আরও বলেন, যদি তারা (ভারত) এই বিষয়টিকে আরও বাড়িয়ে তোলে, তাতে যদি এমন কোনও যুদ্ধের সম্ভাবনা দেখা দেয় যেখানে উভয়পক্ষের মধ্যে পারমাণবিক বিকল্প ব্যবহারের ইঙ্গিত থাকে, তাহলে তার দায়ভার ভারতের ওপর বর্তাবে।

পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার জেরে মঙ্গলবার দিবাগত গভীর রাতে পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ৯ স্থানে ২৪টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এতে অন্তত ৭০ সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করেছে ভারত। তবে পাকিস্তান এ দাবি প্রত্যাখ্যান করে বলেছে, ২৬ জন নিহত হয়েছে এবং এরা সবাই বেসামরিক নাগরিক। 

এছাড়া পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, হামলায় অংশ নেওয়া পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। এগুলোর মধ্যে তিনটি অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান রয়েছে। 

সূত্র: জিও নিউজ

এসএস//