ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫,   বৈশাখ ২৫ ১৪৩২

বিবিসির প্রতিবেদন

ভারতের ৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি পাকিস্তানের, যা জানা গেল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৭ পিএম, ৭ মে ২০২৫ বুধবার

ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে দেশটির পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। ভূপাতিত এসব যুদ্ধবিমানের ৩টিই ভারতীয় বিমান বাহিনীর রাফাল ফাইটার জেট। বুধবার (৭ মে) রাত ১টার পর পাকিস্তান ও ভারতের মধ্যে সামরিক সংঘর্ষ শুরু হয়।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) হামলার বিষয়টি নিশ্চিত করে বলেছে, ভারত তাদের আকাশসীমার ভেতর থেকে হামলা চালিয়েছে।

সংবাদমাধ্যম জিও নিউজ বলছে, ভারত পাকিস্তানের অভ্যন্তরে একাধিক হামলা চালানোর পর পাকিস্তান পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে বলে পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী নিশ্চিত করেছেন।

তিনি উল্লেখ করেছেন, সমস্ত ভারতীয় বিমান তাদের আকাশসীমায় গুলি করে ভূপাতিত করা হয়েছে।

পাকিস্তানের এই প্রধান সামরিক মুখপাত্রের মতে, কাশ্মিরের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর বর্তমানে তীব্র গুলি বিনিময় চলছে। তিনি আরও নিশ্চিত করেছেন, পাকিস্তান বিমান বাহিনীর (পিএএফ) সমস্ত বিমান নিরাপদ রয়েছে।

এদিকে পাকিস্তানের বেশ কয়েকটি নিরাপত্তা সূত্র জিও নিউজকে জানিয়েছে, পাকিস্তানের হামলায় ভূপাতিত ভারতীয় বিমানগুলোর মধ্যে তিনটি রাফাল ফাইটার জেট, একটি মিগ-২৯ এবং একটি এসইউ-৩০ যুদ্ধবিমান রয়েছে।

অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফও নিশ্চিত করেছেন যে, ভারতের সাম্প্রতিক সীমান্ত আগ্রাসনের জবাবে পাকিস্তান বিমান বাহিনী কমপক্ষে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে।

জিও নিউজের সাথে কথা বলতে গিয়ে পাক এই প্রতিরক্ষামন্ত্রী বলেন, ভারতীয় বাহিনীর আক্রমণের তীব্র ও নির্ভুল জবাব দেওয়ার সময় পাকিস্তান তাদের প্রতিশোধমূলক পদক্ষেপে শীর্ষস্থান অর্জন করেছে।

তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য দৃঢ়ভাবে কাজ করেছে।

এছাড়া পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারারও বলেছেন, পাকিস্তানি বাহিনী পাঁচটি ভারতীয় বিমান এবং একটি ড্রোন ভূপাতিত করেছে এবং নিয়ন্ত্রণ রেখা বরাবর শত্রুদের সামরিক পোস্টও ধ্বংস করেছে।

তিনি বলেন, ভারত জবাবদিহিতা এড়িয়ে গেছে এবং প্রতিশোধ নেওয়ার ব্যর্থ চেষ্টার পর তারা পালিয়ে গেছে। তিনি আরও বলেন, ভারতীয় আক্রমণের ক্ষয়ক্ষতির বিস্তারিত শিগগিরই প্রকাশ করা হবে।

এদিকে মসজিদ, নারী ও শিশুদের লক্ষ্যবস্তু করার নিন্দা জানিয়েছেন তথ্যমন্ত্রী তারার। শত্রুর এই ধরনের কর্মকাণ্ডকে তিনি কাপুরুষোচিত বলেও অভিহিত করেছেন।


সূত্র: বিবিসি

এসএস//