ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫,   বৈশাখ ২৫ ১৪৩২

শুরু হচ্ছে ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব ও স্মারক সম্মাননা ২০২৫’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:০২ পিএম, ৮ মে ২০২৫ বৃহস্পতিবার | আপডেট: ০৩:০৭ পিএম, ৮ মে ২০২৫ বৃহস্পতিবার

ভাষা সৈনিক, শিক্ষাবিদ, কলামিস্ট, পদাতিকের আজীবন সভাপতি প্রয়াত নাট্যজন সৈয়দ বদরুদ্দীন হোসাইনের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ থেকে শুরু হচ্ছে ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্য উৎসব ও স্মারক সম্মাননা ২০২৫’।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এ উৎসব। চলবে ১১ মে পর্যন্ত। নাট্যজগতের কিংবদন্তি এ ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজিত এই উৎসবে থাকবে বিভিন্ন নাট্য পরিবেশনা, আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান।

সৈয়দ বদরুদ্দীন হোসাইন-এর জন্মদিন উপলক্ষে পদাতিক নাট্য সংসদ ২০১০ সাল থেকে প্রতি বছর এই নাট্যোৎসবের আয়োজন করে আসছে। এই আয়োজনে পদাতিক নাট্য সংসদসহ দেশের ৩টি নাটকের দল জাহাঙ্গীরনগর থিয়েটার, এক্টোম্যানিয়া ও নাট্যতীর্থ অংশগ্রহণ করবে। প্রতিদিন বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এক্সপেরিমেন্টাল থিয়েটার হলের লবিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ বিকেল সাড়ে ৫টায় এক্সপেরিমেন্টাল থিয়েটার হলের লবিতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ৪ দিনব্যাপী নাট্যোৎসবের উদ্বোধন হবে। 

উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরেণ্য নাট্যব্যক্তিত্ব আবুল হায়াত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট, বাংলাদেশ কেন্দ্রের সাধারণ সম্পাদক দেবপ্রসাদ দেবনাথ ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজীদ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে স্মারক সম্মাননা ২০২৫ প্রদান করা হবে।

এমবি//