ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫,   বৈশাখ ২৫ ১৪৩২

যেভাবে দেশত্যাগ করেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৩০ পিএম, ৮ মে ২০২৫ বৃহস্পতিবার

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন। গতকাল বুধবার (০৭ মে) দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি ৩৪০ নম্বর ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। তার সঙ্গে ছিলেন ছোট ছেলে রিয়াদ আহমেদ ও শ্যালক অধ্যাপক ডা. এ.এন.এম. নওশাদ খান ।

বিমানবন্দর সূত্র জানায়, রাত ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান আবদুল হামিদ। ইমিগ্রেশনে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাকে দেশত্যাগের অনুমতি দেওয়া হয়। 

ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, তার বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা বা গ্রেপ্তারি পরোয়ানা না থাকায় তাকে যেতে বাধা দেওয়া হয়নি ।

জানা গেছে, চিকিৎসা শেষে তার দেশে ফিরে আসার কথা রয়েছে।

এর আগে চলতি বছরের ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় আবদুল হামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের হয়। তবে তার বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা বা আদালতের নিষেধাজ্ঞা জারি হয়নি ।

প্রসঙ্গত, আবদুল হামিদ ২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি স্পিকার, ডেপুটি স্পিকার এবং দীর্ঘদিন জাতীয় সংসদের সদস্য ছিলেন ।

এদিকে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশত্যাগের পরিপ্রেক্ষিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিশেষ করে কিশোরগঞ্জের ইটনা উপজেলায় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা তার গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন। তারা অভিযোগ করেছেন, গত জুলাই-আগস্ট মাসে কিশোরগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলা ও গুলি চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে আবদুল হামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্যান্য নেতৃবৃন্দসহ মোট ১২৪ জনকে আসামি করা হয়েছে ।

এছাড়াও, ঢাকায় ইনকিলাব মঞ্চ নামক একটি সংগঠন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে। তারা অভিযোগ করেছেন, রাষ্ট্রীয় বাহিনীর মদদে জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের নিরাপদে দেশত্যাগের সুযোগ দেওয়া হয়েছে। এই ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে তারা চার দফা দাবি উত্থাপন করেছেন। তবে পুলিশ তাদের মিছিলটি শিক্ষা ভবনের সামনে ব্যারিকেড দিয়ে আটকে দেয় ।

এই বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচিগুলোর মাধ্যমে স্পষ্ট হয়েছে যে, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের ঘটনাটি দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলগুলো তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে।

এসএস//