ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫,   বৈশাখ ২৫ ১৪৩২

আমার বক্তব্য বিকৃত করা হয়েছে: রিজভী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:২৪ পিএম, ৮ মে ২০২৫ বৃহস্পতিবার

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সম্প্রতি কিছু গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগের ক্লিন ইমেজধারী কর্মীরাও বিএনপি’র সদস্য হতে পারবেন বলে আজ গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণরুপে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’

বৃহস্পতিবার (৮ মে) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন, “যারা দীর্ঘদিন ধরে রাজনীতি থেকে দূরে ছিলেন কিংবা আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের আগেই দল ছেড়েছেন এবং দুঃশাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন—এমন মানুষদেরকেই বিএনপিতে যোগদানের সুযোগ দেওয়া হতে পারে।”

তিনি আরও বলেন, “আমরা এমন সজ্জন মানুষদের আহ্বান জানাচ্ছি, যাঁরা সমাজের বিভিন্ন শ্রেণি-পেশায় থেকেও জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাস করেন। তারা হতে পারেন শিক্ষক, ব্যাংকার, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, এনজিও কর্মী, কৃষক কিংবা শ্রমিক। তবে শর্ত একটাই—তারা যেন বিএনপির আদর্শে বিশ্বাসী হন এবং এ বিশ্বাস থেকেই প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন।”

রিজভী অভিযোগ করে বলেন, “আমার এই বক্তব্য বিকৃত করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, যা সম্পূর্ণ বিভ্রান্তিকর। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং গণমাধ্যমকে আহ্বান জানাচ্ছি, তারা যেন আমার প্রকৃত বক্তব্য যথাযথভাবে তুলে ধরে।”

সংবাদ সম্মেলনে বিএনপি নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

এসএস//