ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫,   বৈশাখ ২৫ ১৪৩২

আবদুল হামিদের দেশ পালানো, সরকারের বড় ব্যর্থতা : সারজিস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৯ পিএম, ৮ মে ২০২৫ বৃহস্পতিবার | আপডেট: ০৮:৪২ পিএম, ৮ মে ২০২৫ বৃহস্পতিবার

জাতীয় নাগরিক পার্টির (উত্তরাঞ্চল) মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ছেড়ে পালিয়েছেন, এটা সরকারের বড় ব্যর্থতা। এ জন্য সরকারের প্রধান উপদেষ্টা ও ড. আসিফ নজরুলকে জবাবদিহি করা উচিত।

বৃহস্পতিবার (৮ মে) বিকেলে তার নিজ জেলা পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বারো আউলিয়ার মাজারে ওরশ উপলক্ষে মেলা পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা বলেন। 

সারজিস বলেন, আওয়ামী লীগের যে কয়েকজন সুবিধাভোগী বাংলাদেশে ছিল তার মধ্যে আব্দুল হামিদ একজন। ক্ষমতার অপব্যবহার করে তিনি যা যা করেছেন তার অনেক উদাহরণ রয়েছে।

তিনি বলেন, হাজারো শহীদ ও অর্ধলক্ষ আহতের রক্তের ওপর এই সরকার দাঁড়িয়ে আছে, অন্তর্বর্তীকালীন সরকার অথবা ড. মুহম্মদ ইউনূসকে এটা ভুলে গেলে চলবে না। এই সরকার এখন পর্যন্ত একটা হত্যা মামলার বিচার করতে পারেনি। এখন পর্যন্ত একটা মৌলিক সংস্কার বাস্তবায়ন করতে পারেনি।

এগুলো না করার পূর্বে নির্বাচনের কথা বললে শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করা হবে। নির্বাচনের সময়সীমা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। আমরা শুধু মৌলিক সংস্কার চাই।

জনগণের রায় ছাড়া মানবিক করিডর নয় বলে মন্তব্য করে এনসিপির এই নেতা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার অনেক জায়গায় অবহেলা করছে।

পার্বত্য চট্টগ্রামের মতো জায়গায় করিডর দেওয়ার পূর্বে এ দেশের জনগণ ও রাজনৈতিক দলের রায় লাগবে। এর পূর্বে অনেক জায়গায় আমরা দেখেছি করিডরের নাম করে বিদেশি এজেন্ট এসেছে, বিভিন্ন দেশ, গোয়েন্দা সংস্থার সদস্যরা ঢুকেছে। এই সুযোগ আমরা বাংলাদেশে হতে দেব না। এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সরকার একা নিতে পারে না

এসএস//