ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫,   বৈশাখ ২৭ ১৪৩২

সচিবালয় ও যমুনার আশেপাশে সভা-সমাবেশ-মিছিল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:০৭ পিএম, ১০ মে ২০২৫ শনিবার | আপডেট: ০২:১০ পিএম, ১০ মে ২০২৫ শনিবার

সচিবালয় ও প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা এবং আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও জমায়েত নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এই নিষেধাজ্ঞা আজ থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

শনিবার ( ১০ মে) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স, ১৯৭৬-এর ২৯ ধারার ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তার স্বার্থে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

নিষেধাজ্ঞার আওতায় পড়েছে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলো, যার মধ্যে রয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, শাহবাগ মোড়, কাকরাইল মোড় এবং মিন্টো রোড। এই এলাকাগুলিতে কোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল বা জমায়েত করা যাবে না।

ডিএমপির এই সিদ্ধান্তের পেছনে কোনো তাৎক্ষণিক হুমকি বা কারণ উল্লেখ করা হয়নি। তবে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন সংগঠনের সম্ভাব্য বিক্ষোভ ও সমাবেশের প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, গত বছরের আগস্ট মাসেও ডিএমপি একই ধরনের নিষেধাজ্ঞা জারি করেছিল, তবে এরপরও কিছু সভা-সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। এই নিষেধাজ্ঞা পুনরায় জারি করা হলো জনশৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে।

এসএস//