ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫,   বৈশাখ ২৭ ১৪৩২

উপযুক্ত জবাব দিয়েছে পাকিস্তান: শাহবাজ শরিফ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৪৭ পিএম, ১০ মে ২০২৫ শনিবার

ভারতকে উপযুক্ত জবাব দেয়া হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

দেশটির রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি, পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গোহর এবং অন্যান্য দলের নেতাদের সাথে টেলিফোনে কথোপকথনের সময় শাহবাজ শরিফ এই মতামত প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী শরিফ বলেন, 'ভারত পাকিস্তানের উপর ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে, কিন্তু এই আক্রমণাত্মক পদক্ষেপ সত্ত্বেও পাকিস্তান চরম সংযম দেখিয়েছে'।

প্রধানমন্ত্রী শরিফ বলেন, “ভারতকে আজ আমরা উপযুক্ত জবাব দিয়েছি এবং নিরীহ প্রাণের রক্তের বদলা নিয়েছি। আমাদের সাহসী সশস্ত্র বাহিনী বারবার ভারতীয় আগ্রাসনের উপযুক্ত জবাব দিয়েছে"।

তিনি বলেন, "আমাদের পাল্টা অভিযান 'বানিয়ান মারসুস' সেইসব ভারতীয় সামরিক স্থাপনাকে লক্ষ্য করে পরিচালিত হয়েছে যেখান থেকে পাকিস্তানের উপর আক্রমণ শুরু হয়েছিল''।

এদিকে ভারত ও পাকিস্তানকে শান্তিপূর্ণ সমাধান খোঁজার তাগিদ চীন ও যুক্তরাজ্য। চীন জানিয়েছে, তারা ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান বিরোধ নিরসনে ভূমিকা পালন করতে প্রস্তুত। অন্যদিকে এই দুই দেশের পরিস্থিতি "নিবিড়ভাবে পর্যবেক্ষণ" করার কথা জানিয়েছেন পাকিস্তানে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার জেন ম্যারিয়ট।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে, তারা পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং এই দুই দেশের উত্তেজনা নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, "আমরা দুই পক্ষকে শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে কাজ করতে এবং সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছি।" এক্ষেত্রে চীন এই লক্ষ্যে গঠনমূলক ভূমিকা পালন করতে প্রস্তুত বলেও তারা জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, "একটি শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করুন এবং উত্তেজনা আরো বাড়াতে পারে এমন যেকোনো পদক্ষেপ এড়িয়ে চলুন।"

ভারত ও পাকিস্তানের পরিস্থিতি "নিবিড়ভাবে পর্যবেক্ষণ" করার কথা জানিয়েছেন পাকিস্তানে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার জেন ম্যারিয়ট। তিনি তার এক্স অ্যাকাউন্টে বলেছেন। "আকাশসীমা বর্তমানে বন্ধ রয়েছে এবং স্বল্প সময়ের নোটিশে আরো বিধিনিষেধ ঘোষণা বা পরিবর্তন করা হতে পারে।"

শুক্রবার রাত থেকে দিল্লি এবং ইসলামাবাদের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে, কারণ উভয় পক্ষ থেকে ধারাবাহিক ড্রোন হামলার খবর পাওয়া গেছে।

সূত্র: বিবিসি

এএইচ