শুল্ক কমানোয় বাংলাদেশের কাছে লিখিত প্রস্তাব চেয়েছে যুক্তরাষ্ট্র
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:৩১ পিএম, ১১ মে ২০২৫ রবিবার

পণ্যের ওপর আমদানি শুল্ক কমানোর প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ে ঢাকা থেকে লিখিত প্রস্তাব চেয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর দ্য ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভ (ইউএসটিআর)।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের কাছে ৭ মে পাঠানো চিঠিতে ইউএসটিআরের প্রতিনিধি জেমিসন গ্রেয়ার এই অনুরোধ জানান।
চিঠিতে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশের আগ্রহ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্কনীতির আলোচনায় ঢাকার সাড়া দেওয়াকে স্বাগত জানান।
গ্রেয়ার বলেন, ‘আমার টিম বাংলাদেশের কৃষি ও শিল্প খাতে শুল্ক ও অশুল্ক বাধা কমানো এবং অর্থনৈতিক নিরাপত্তা বিষয়ে সমন্বয়ের জন্য প্রস্তুত।’
তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ যে সংস্কার কার্যক্রম হাতে নিচ্ছে, তা মার্কিন স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। একইসঙ্গে তিনি শ্রম অধিকার লঙ্ঘন এবং ডিজিটাল বাণিজ্যে বিধিনিষেধসহ কিছু বাণিজ্যিক অনিয়ম নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।
এসব ক্ষেত্রে বাংলাদেশকে আরো কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য উৎসাহিত করেছেন তিনি।
চিঠিতে ইউএসটিআর জানায়, ‘আমরা আপনার সরকারের কাছ থেকে একটি লিখিত প্রস্তাব পাওয়ার অপেক্ষায় আছি, যাতে আনুষ্ঠানিকভাবে আলোচনার সূচনা করা যায়।’
এই প্রক্রিয়াটি দু’দেশের মধ্যে বাণিজ্য সম্পর্কের নতুন অধ্যায় উন্মোচনে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এএইচ