আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ফরিদপুরে আনন্দ মিছিল
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত : ০৪:০৫ পিএম, ১১ মে ২০২৫ রবিবার

বিচার নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সকল কার্যক্রম নিষিদ্ধ করায় আনন্দ মিছিল হয়েছে ফরিদপুরে।
শনিবার দিবাগত রাত ১২টার দিকে শহরের জনতা ব্যাংকের মোড় থেকে বের হয়ে আনন্দ মিছিলটি গুরুত্বপূর্ণ জায়গা প্রদক্ষিণ শেষে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এসে পৌঁছায়।
এসময় সংক্ষিপ্ত বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফরিদপুর জেলার মূখ্য সংগঠক আনিসুর রহমান সজলসহ অন্যান্যরা।
বক্তারা আওয়ামী লীগ ও তার সকল সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ এবং ৩০ দিনের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রদানের সিদ্ধান্ত গ্রহণে করায় সরকারকে ধন্যবাদ জানান।
এএইচ