ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫,   বৈশাখ ২৯ ১৪৩২

পিনাকি-ইলিয়াসদেরও ভয় পায় মোদি!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:০৭ পিএম, ১১ মে ২০২৫ রবিবার | আপডেট: ০৮:৫২ পিএম, ১১ মে ২০২৫ রবিবার

ভারত-পাকিস্তান যুদ্ধ শুরু হওয়ার পর ফ্যাসিস্ট মোদি সরকার নিজ দেশের সংবাদমাধ্যমগুলোর ডিজিটাল প্লাটফর্ম বন্ধ করে দেয়। এগুলো সেই সব সংবাদমাধ্যম যেগুলো বিজেপি সরকারে যুদ্ধ জয়ের কল্পিত কাহিনী প্রচার করতে রাজি হয়নি। মোদি শুধু গদি মিডিয়াই রাখতে চান। বিরুদ্ধমত তিনি সহ্যই করতে পারছেন না। 

এই পদক্ষেপের পর মোদির চোখ পড়ল বাংলাদেশে টিভি চ্যানেলগুলোর ডিজিটাল প্লাটফর্মগুলোর উপর। ভারতীয় সংবাদমাধ্যম দ্যা ওয়ালের তথ্য অনুযায়ী, সর্বশেষ বাংলাদেশের ছয়টি টিভি চ্যানেলের ডিজিটাল প্লাটফর্ম ভারতে বন্ধ করে দিয়েছে মোদি সরকার। টিভিগুলো হলো-যমুনা, একাত্তর, বাংলাভিশন, মোহনা, সময় এবং ডিবিসি। 

দ্যা ওয়াল বলছে,  ভারত-পাকিস্তান  যুদ্ধ পরিস্থিতি নিয়ে আপত্তিজনক এবং উসকানিমূলক প্রচারের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশের টিভি চ্যানেল ভারত থেকে দেখার সুযোগ নেই্। তবে ইউটিউব চ্যানেল দেখার সুযোগ ছিল। সেই সুযোগও বন্ধ হল ছয়টি টিভি চ্যানেলের জন্য।

এই পর্যন্ত গিয়েই থেমে যাননি নরেন্দ্র মোদি। এবার বাংলাদেশের তিনজন জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট-সাংবাদিক-ইউটিউবারের উপর দিয়েছেন নিষেধাজ্ঞার খড়গ। অনলাইন অ্যাকটিভিস্ট, ব্লগার, লেখক পিনাকী ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেন ও ড. কনক সরওয়ার ও জুলকারনাইন সায়েরের ইউটিউব চ্যানেল ব্লক করেছে ভারত।

শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন পিনাকী ভট্টাচার্য নিজেই। তিনি বলেন, ‘আমার, ইলিয়াসের এবং কনকের ইউটিউব চ্যানেল ব্লক করে দেওয়া হয়েছে ভারতে। ভারতমাতা তার শত্রুদেরকে চেনে। তিনি আরও বলেন, বাংলাদেশে কারা পিনাকী, ইলিয়াস আর কনকের শত্রু, তাদেরকে কি এখন চিনতে পারেন?

এ নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন পিনাকি-ইলিয়াস-কনক সরওয়ারের অনুসারীরা। তারা বলছেন, ফ্যাসিস্ট মোদি আসলে সত্য ভয় পান। তাই সত্যের পুজারী তিন জনপ্রিয় অনলাইন ব্যক্তিত্বের ইউটিউব চ্যানেল ব্লক করল বিজেপি সরকার। 

আরেকটি পোস্টে পিনাকি ভট্টাচার্য লিখেছেন, হে ভারতমাতা, তুমি না পরাশক্তি হইতে চাও। সামান্য ইউটিউবারদের ডরাইলে চলবে?

পোস্টে একজন অনুসারী লিখেছেন, দাদা আপনি শুধু ফ্যাসিবাদের আতংক ছিলেন না ভারতেরও আতংক ছিলেন। এইডা আপনার ক্রেডিট। এতে করে আপনার জনপ্রিয়তা আরো বেড়ে গেল। আপনি একজন ব্যাক্তি হলেও একটা দেশের সমান শক্তিশালী। যেইটা ভারত বুঝাইয়া দিছে।

এক পোস্টে ইলিয়াস হোসেন লিখেছেন, আমার, পিনাকী ভট্টাচার্য, কনক সারওয়ার এবং জুলকারনাইন সামির ইউটিউব চ্যানেল ব্ল'ক করেছে ভারত৷ ইউটিউব আমাদের ৩ জনকে আলাদা ইমেইলে ইউটিউব কতৃপক্ষ জানিয়েছে ভারত সরকারের অ'ভিযোগের প্রেক্ষিতে তারা ভারতে আমাদের চ্যানেল বন্ধ করেছে৷ গতকাল বাংলাদেশের বেশ কয়েকটি বেসরকারি টেলিভিশন এবং পত্রিকার ইউটিউব চ্যানেলও বন্ধ করে দিয়েছে ভারত।

আমরা বিষয়টি নিয়ে আইনী পদক্ষেপ নিচ্ছি৷ বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ থাকবে তারাও যেন ভারতীয় চ্যানেলের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেন। ভারত যদি বাংলাদেশের চ্যানেল বন্ধ করতে পারে আমরা কেন আমাদের দেশে ভারতীয় চ্যানেল চলতে দিবো।

সাংবাদিক কনক সরওয়ার তার পোস্টে লিখেছেন, কিয়েক্টাবস্থা! অবশেষে মোদি সরকার ভারতে পিনাকি দা , ইলিয়াস হোসেইন এবং আমার YouTube চ‍্যানেল ব্লক করেছে?! পৃথিবীর সর্ববৃহৎ গণতন্ত্রের দাবীদারদের অবস্থা দেখুন!

বিশিষ্ট অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের লিখেছেন, আমার অপরাধটা কিরে ভাই? কবে ইউটিউব চ‍্যানেল একটা খুলছিলাম, তেমন কিছুই পোস্ট করিনা, ওইটাও ভরত মাতা তাগো দেশে ব্যান কইরা দিলো। 

https://www.youtube.com/watch?v=hDoFp3HBQKI

এসএস//