সুনামগঞ্জ সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ০৩:২০ পিএম, ১২ মে ২০২৫ সোমবার

ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার প্রভাব পড়েছে বাংলাদেশের সুনামগঞ্জ সীমান্তে। জেলার ৯০ কিমি ভারতীয় সীমান্ত জুড়ে টহল ও নজরদারী জোরদার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড।
সুনামগঞ্জের সীমান্তজুড়ে অপরাধ দমনে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (২৮ বিজিবি)। সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান, নারী-শিশু পাচারসহ বিভিন্ন অপতৎপরতারোধে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতার সাথে অতিরিক্ত টহল বৃদ্ধি করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় সীমান্তজুড়ে জিরো টলারেন্স নীতিতে একনিষ্ঠভাবে অর্পিত দায়িত্ব পালন করে আসছে সুনামগঞ্জ ২৮ বিজিবি।
বিজিবির সূত্র জানায়, সুনামগঞ্জ সীমান্তে ৮৮ কিঃমিঃ স্থল ও ০২ কিঃমিঃ নদী সীমান্ত রয়েছে। সুনামগজ্ঞস্থ ২৮ বিজিবির আওতায় এই এলাকা সর্বদা পর্যবেক্ষণে রাখা হয়েছে। সীমান্তে যে কোন ধরণের অনুপ্রবেশ ও অপতৎপরতা প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা ও টহল বাড়ানো হয়েছে।
সীমান্তে পরিস্থিতি এখনও শান্ত থাকলেও ভারতীয় অংশে বিএসএফের তৎপরতা চোখে পড়ছে। আগে যেখানে লাল হ্যালোজিন লাইট ব্যবহার করা হত সেখানে এখন আধুনিক এলইডি লাইট ক্যামেরা ও সেন্সর স্থাপন করা হয়েছে। এ অবস্থায় বিজিবি প্রশাসনিক জনবল হতে অপারেশনাল জনবল বৃদ্ধি করে রাত-দিন সীমান্ত পাহাড়ায় নিয়োজিত রয়েছে।
স্থানীয় সচেতন নাগরিকরা মনে করছেন, সীমান্তবাসীদের সাথে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় সভা হওয়া এবং টহল জোরদারের কারণে অনেকটা স্বস্তি ফিরেছে সীমান্ত এলাকায়।
এ ব্যাপারে সুনামগঞ্জ ২৮ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, বর্তমান প্রেক্ষাপটে নানা ঘটনাকে ঘিরে সীমান্ত সুরক্ষা ও আধিপত্য বিস্তার জোরদার করা হয়েছে। সীমান্তের দায়িত্বপূর্ণ এলাকার সর্বদা সতর্ক থেকে সার্বিক পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে। এছাড়া সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে হুশিয়ারি জারি করা হয়েছে।
এএইচ