ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি-প্রভিসিকে অব্যাহতি, নতুন উপাচার্য ড. তৌফিক

ববি প্রতিনিধি

প্রকাশিত : ০৮:২৬ এএম, ১৪ মে ২০২৫ বুধবার | আপডেট: ০৮:২৮ এএম, ১৪ মে ২০২৫ বুধবার

উপাচার্য হিসেবে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. তৌফিক আলম

উপাচার্য হিসেবে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. তৌফিক আলম

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. শুচিতা শরমিনকে অপসারণ করা হয়েছে। একই সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. তৌফিক আলমকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেওয়া হয়েছে। 

রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব এ এস এম কাসেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করা হয়।

ড. তৌফিক আলমকে নিয়োগের ঘোষণায় আন্দোলনরত শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

একই দিনে জারি করা অন্য এক প্রজ্ঞাপনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. গোলাম রব্বানী ও ট্রেজারার প্রফেসর মো. মামুন অর রশিদকেও তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

সাবেক উপ-উপাচার্য ড. গোলাম রব্বানী বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমিও উপাচার্য ও ট্রেজারারের সঙ্গে অপসারিত হয়েছি। মঙ্গলবারই বরিশাল ছাড়ছি।”

সাবেক উপাচার্য অধ্যাপক ড শুচিতা শরমিন বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থীরা এবং কর্মকর্তা ও কর্মচারীদের জন্য শুভ কামনা রইল। প্রায় ৮ মাস ধরে সবাই আমাকে সহযোগিতা করেছেন এজন্য সবাইকে ধন্যবাদ জানাই। আশা করি, বরিশাল বিশ্ববিদ্যালয়ের আরো ভালো হবে।  

এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের নেতৃত্ব দেওয়া মোশাররফ হোসেন ও রাকিন খান বলেন, “বিশ্ববিদ্যালয় আজ কলঙ্কমুক্ত হয়েছে। এই বিজয় আমাদের সকলের।”

এর আগে উপাচার্য ড. শুচিতা শরমিনের অপসারণ দাবিতে শিক্ষার্থীরা ‘চূড়ান্ত কর্মসূচির’ অংশ হিসেবে মঙ্গলবার বিকালে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন। এই কর্মসূচিকে তারা ‘দক্ষিণাঞ্চল অচল’ নামে আখ্যা দেন। 

একইসঙ্গে তারা মঙ্গলবার পর্যন্ত উপাচার্যকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছিলেন।

এএইচ