চট্টগ্রাম পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:৪৫ এএম, ১৪ মে ২০২৫ বুধবার

চট্টগ্রাম পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে গেলেন তিনি।
বুধবার (১৪ মে) সকাল সোয়া ৯টার দিকে প্রধান উপদেষ্টা চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
সফরসূচি অনুযায়ী প্রথমেই প্রধান উপদেষ্টা বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বা এনসিটি-৫ পরিদর্শনে গেছেন। সেখানে বন্দর ও নৌপরিবহন খাতের কর্মকর্তা এবং বন্দর ব্যবহারকারীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।
এরপর চট্টগ্রাম বন্দর থেকে সার্কিট হাউসে গিয়ে কর্ণফুলী নদীর ওপর কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন করবেন। সেখানে তিনি চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতালের দলিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করবেন।
দুপুর পৌনে ২টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে যাত্রা করে পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন।
বিকালে প্রধান উপদেষ্টা হাটহাজারী উপজেলার জোবরা গ্রামে গ্রামীণ ব্যাংক পরিদর্শন করবেন। এই গ্রাম থেকেই ক্ষুদ্রঋণের প্রাথমিক যাত্রা শুরু করে নোবেল জয় করেছেন ড. ইউনূস।
এরপর হাটহাজারীর বাথুয়া গ্রামে নিজের পৈতৃক বাড়িতে যাবেন। সন্ধ্যা ৬টা পর্যন্ত আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশি, এলাকাবাসীর সঙ্গে সময় কাটাবেন। সন্ধ্যায় বিমানে চট্টগ্রাম ছাড়বেন প্রধান উপদেষ্টা।
এএইচ