ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

নারায়ণগঞ্জে জামান হত্যা মামলায় ৩ আসামির মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৪:৪৩ পিএম, ১৪ মে ২০২৫ বুধবার

নারায়ণগঞ্জের আড়াইহাজারের অটোরিক্সা চালক জামান মিয়া হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া একই মামলায় আরও একজনকে ১০ বছরের কারাদণ্ড ও একজনকে মামলা থেকে খালাদ প্রদান করা হয়েছে।

আজ বুধবার দুপুরে আসামিদের উপস্থিততে এ রায় ঘোষণা করেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ। 

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- আড়াইহাজারে বাগদী এলাকার আক্তার হোসেন, বাদশা ও সাইফুল ইসলাম। 

নারায়ণগঞ্জ আদালতে রাষ্ট্রপক্ষে আইনজীবী  (পিপি) আবুল কালাম আজাদ জানান, ২০২০ সালে ২৯ মার্চ অটোরিক্সা ছিনতাইয়ের উদ্দেশ্যে উপজেলার মারুয়াদী এলাকায় চালক জামানকে হাত-পা বেধে শ্বাসরোধে হত্যা করে অটোরিক্সা নিয়ে যায়। এ ঘটনায় নিহতের ভাই জাকির আড়াইহাজার থানার একটি হত্যা মামলা দায়ের করে। 

মামলার তদন্তে পুলিশ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের পর ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন। রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত কার্যকর করার দাবি জানান তিনি।

এএইচ