ঈদের আগে ২ শনিবার খোলা প্রাথমিক বিদ্যালয়
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:৩৫ পিএম, ১৪ মে ২০২৫ বুধবার

আসন্ন ঈদুল আজহার আগে মে মাসের দুই শনিবার (১৭ ও ২৪ মে) মাধ্যমিক পর্যায়ের সরকারি-বেসরকারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পাঠদানের নির্দেশের পর প্রাথমিক বিদ্যালয় খোলা রাখারও নির্দেশনা দেয়া হয়েছে। অন্যান্য স্কুল-কলেজের পাশাপাশি এই দুই শনিবার প্রাথমিক বিদ্যালয়গুলোতেও স্বাভাবিক কার্যক্রম চলবে।
সোমবার (১২ মে) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক আদেশে এ নির্দেশনা দেয়া হয়।
নির্দেশনায় বলা হয়েছে, সরকার ঈদুল আজহা উপলক্ষে আগামী ১১ ও ১২ জুন (বুধ ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করেছে। একইসঙ্গে, দাপ্তরিক কাজের সুবিধার্থে সাপ্তাহিক ছুটির দিন ১৭ ও ২৪ মে (শনিবার) সরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে। ছুটিকালীন সময়ে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।
এতে বলা হয়, পূর্বের ঘোষণানুযায়ী ১৭ মে ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিনে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা থাকবে। এই প্রেক্ষাপটে, আগামী ১৭ মে ও ২৪ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে অফিস এবং প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য মাঠ পর্যায়ে সব অফিসকে নির্দেশ দেওয়া হয়।
এর আগে গত ৭ মে সব সব ধরনের মাধ্যমিক স্কুল-কলেজ ১৭ ও ২৪ মে খোলা রাখার নির্দেশনা দেয় শিক্ষা মন্ত্রণালয়। তবে প্রাথমিক স্কুল খোলা রাখা হবে কি-না এমন সিদ্ধান্তহীনতা মধ্যে বুধবার নতুন এই সিদ্ধান্ত আসলো।
এমবি//