ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ১ ১৪৩২

কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন ২৭ বিডিআর সদস্য

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০১:০০ পিএম, ১৫ মে ২০২৫ বৃহস্পতিবার | আপডেট: ০১:৪০ পিএম, ১৫ মে ২০২৫ বৃহস্পতিবার

পিলখানা বিডিআর বিদ্রোহ ঘটনায় বিস্ফোরণ দ্রব্য নিয়ন্ত্রণ আইন করা মামলায় ২৭ জন বিডিআর সদস্য গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।

কারাগার সূত্র জানায়, কেরানীগঞ্জ কারাগার থেকে  ২৭ জনের জামিন নামা গেল রাতে কাশিমপুর কারাগারে আসে। যাচাই-বাছাই শেষে বৃহস্পতিবার সকাল থেকে এসব বন্দিদের জামিনে মুক্তি দেয়া হয়। 
জামিনে মুক্তি পেয়ে বিডিআর সদস্যরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

গত ৭ মে ঢাকার বিশেষ একটি ট্রাইব্যুনালের বিচারক ৪০ জনকে জামিন দেন। এদের মধ্যে ১৩ জন কেরানীগঞ্জ কারাগারে ও ২৭ জন বিডিআর সদস্য কাশিমপুর কারাগারে ছিলেন। আজ কাশিমপুর কারাগার থেকে ওই ২৭ জন মুক্তি পেয়েছেন।

এর আগে গত ১৯ জানুয়ারি একই ট্রাইব্যুনালে ১৭৮ জন বিডিআর সদস্য জামিন পান। পরে তারা ২৩ জানুয়ারি কারাগার থেকে মুক্তি পান।

এএইচ